রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪
Sunday, 22 December, 2024

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদে, বিকল্প পথে চলার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  21 Dec 2024, 21:48
বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদে, বিকল্প পথে চলার অনুরোধ....................................ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদের ওপর নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ানওয়ে ভেঙে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।  এ সময় একটি ড্রাম্পট্রাক নদে পড়ে গেছে।

এ ঘটনায় পাথরবোঝাই করা ট্রাকের চালকসহ দুজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদের বড় ব্রিজ নির্মাণের সময় নির্মিত এই বেইলি ব্রিজেই চলাচল করত গাড়ি। এখন বড় ব্রিজ থাকলেও বেইলি ব্রিজে অনেক গাড়ি চলাচল করে। তুরাগ নদের টঙ্গী-আব্দুল্লাহপুর দুই তীরের সংযোগস্থলে দুইটি বেইলি ব্রিজ রয়েছে। একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ ও আরেকটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহণ যাতায়াত করে। আজ ভোরে হঠাৎ টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ানওয়ে (আব্দুল্লাহপুর -টঙ্গী) ভেঙে যায়। এ সময় ব্রিজ পার হওয়া আবুল খায়ের গ্রুপের পাথরবোঝাই একটি ড্রামট্রাক আটকা পড়ে। এ সময় ট্রাকের চালকসহ অপর এক ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ঢাকা-গাজীপুরগামী সকল যানবাহনকে রাজধানীর উত্তরা থেকে বিআরটি প্রকল্পের উড়াল সেতু ব্যবহারে নির্দেশনা দিয়েছে। 

বেইলি ব্রিজের পাশেই চা দোকানি মনসুর বলেন, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই আমরা। পরে আশপাশের লোকজন গিয়ে বেইলি ব্রিজটি ভেঙ্গে তুরাগ নদে একটি পাথরবোঝাই করা ট্রাক পড়ে থাকতে দেখে। এ সময় ট্রাকের চালক ও অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টঙ্গী জোন) জাফর আহমেদ বলেন, তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজের মধ্যে দুইটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করত। একটি ভেঙ্গে যাওয়ায় অপরটি দিয়ে গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করলেও রাজধানী থেকে গাজীপুরগামী যানবাহনকে বিআরটি প্রকল্পের উড়াল সেতু ব্যবহার করতে হবে। অপরদিকে আব্দুল্লাহপুর -আশুলিয়া সড়ক ব্যবহার করে যানবাহন ঢাকা-গাজীপুর ও গাজীপুর-ঢাকায় প্রবেশ করতে পারছে না।  কামাড়পাড়া-টঙ্গী অংশে জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করায় সড়কটিতে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। 

সড়ক ও জনপদের টঙ্গী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, গত কয়েক বছর আগে তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। দুইটি দিয়ে ভারি যানবাহন ও ভেঙ্গে পড়া ব্রিজটি দিয়ে তুলনামূলক হালকা ও জনসাধারণের পাঁয়ে হেঁটে চলাচলের জন্য নির্মাণ করা হয়। বেইলি ব্রিজ তিনটির ওপর বিআরটি প্রকল্পের উড়াল সেতু রয়েছে। গত কয়েক মাস যাবত ঢাকা থেকে গাজীপুরমুখী একটি বেইলি ব্রিজে যানচলাচল বন্ধ করে দেয় বিআরটি প্রকল্পের সংশ্লিষ্টরা। ইতিপূর্বে আমরা যানবাহনের চালকদের সতর্ক করে মহাসড়কের পাশে একটি নির্দেশনা বোর্ড ঝুলিয়েছিলাম। 

ব্রিজ তিনটি নির্মাণের পর আমরা বিআরটি প্রকল্পের কাছে হস্তান্তর করি। তবে দেখভালের দায়িত্বে উভয়েই রয়েছে।
 

Comments

  • Latest
  • Popular

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

কনসার্টে মঞ্চ মাতাচ্ছেন রাহাত ফতেহ আলী খান

মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল কর্তৃপক্ষ

হাসান আরিফের দাফন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে

বাংলাদেশের গুম কাণ্ডে ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদে, বিকল্প পথে চলার অনুরোধ

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

ভালোবাসায় বিশ্বাস

উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

১০
গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহিদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা
মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল কর্তৃপক্ষ
মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল ঢাকা ম্যাস ট্রানজিট ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চাহিদামত সিঙ্গেল জার্নি টিকিট
হাসান আরিফের দাফন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ
বাংলাদেশের গুম কাণ্ডে ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন
বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে জোরালো ইঙ্গিত
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'