রোববার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
Sunday, 08 September, 2024

ইসরাইলি সেনাবাহিনীকে জাতিসংঘের কালো তালিকাভুক্তি

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  08 Jun 2024, 12:10
ইসরাইলি সেনাবাহিনীকে জাতিসংঘের কালো তালিকাভুক্তি................................ছবি: সংগৃহীত

শিশুদের ওপর হামলার কারণে ইসরাইলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এ সিদ্ধান্ত নিলো।

কালো তালিকায় ইসরাইলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। তিনি বলেছেন, তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এ পদক্ষেপে তিনি ক্ষুব্ধ।

তিনি বলেন, 'এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। তিনি দাবি করেন, ইসরাইলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতাসম্পন্ন বাহিনী। এক ব্যক্তিই কালো তালিকাভুক্ত করেছেন এ সেনাবাহিনীকে। তিনি হলেন জাতিসঙ্ঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইসরাইলের প্রতি ঘৃণায় পরিচালিত।'

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে করেন। সেখানে রাষ্ট্রদূত জাতিসঙ্ঘের এক কর্মকর্তার সাথে দেখা করেন। ঐ সম্মেলনে জাতিসংঘের বার্ষিক 'চিল্ড্রেন ইন আর্মড কনফ্লিক্ট' প্রতিবেদনে ইসরাইলের তালিকাভুক্তির বিষয়টি জানানো হয়। তিনি বলেন, বিষয়টি যাতে ফাঁস না হয়, সেজন্য এমনটা করা হয়েছে।

প্রতিবেদনটি ১৪ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে।

রয়টার্স এক জাতিসংঘ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে ফিলিস্তিনি গ্রুপ হামাস এবং ইসলামিক জিহাদকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ডুজারিক বলেন, ইসরাইলি রাষ্ট্রদূতের ফোন কলটি 'দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। স্পষ্টভাবেই বলা যায়, এ ধরনের কিছু আমি আমার ২৪ বছরে এ সংগঠনের সাথে দায়িত্ব পালনকালে দেখিনি।

সশস্ত্র সঙ্ঘাতে শিশুবিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটিতে 'শিশুদের বিরুদ্ধে সহিংসতায় পক্ষগুলোর সম্পৃক্ততার' তালিকা দেয়া হয়। এতে হত্যা এবং আহত করার প্রমাণ এবং যৌন সহিংসতার তথ্য থাকে।

এই তালিকায় রাশিয়া, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, সিরিয়া ও সোমালিয়ার নাম রয়েছে। এছাড়া ইসলামিক স্টেট (আইএস), আল-শাবাব, তালেবান, আল-কায়েদার মতো সংগঠনও আছে।

গাজার সরকারি হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় উপত্যকায় ১৫,৫৭১টির বেশি শিশু নিহত হয়েছে।

ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি ১০ ফিলিস্তিনি শিশুর ৯টিই 'ভয়াবহ খাদ্য সঙ্কটে' রয়েছে। ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে।

বিশ্ব খাদ্য সংস্থা হু গত সপ্তাহে জানিয়েছে, গাজার প্রতি ৫ শিশুর ৪টিই প্রতি তিন দিনে অন্তত এক দিন ‌'পুরো দিন না খেয়ে থাকে।'
সূত্র : মিডল ইস্ট আই, আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

Comments

  • Latest
  • Popular

আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা

শেয়ারবাজারে মূলধন কমেছে ৭.১৫ বিলিয়ন ডলার

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যে দেশে নেয়ার সম্ভাবনা বেশি

শিপইয়ার্ড বিস্ফোরণে দগ্ধ ১২

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ

গণআন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

১০
জাতিসংঘে ড. ইউনূসের সফরসঙ্গী যারা
আগামী ২২-২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
জাতিসংঘের গুম এবং নির্যাতন কনভেনশনে সই করছে বাংলাদেশ
বৈশ্বিক সংস্থা জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করতে যাচ্ছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা এ নিয়ে
মানবাধিকার সুরক্ষায় সরকারকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকার ও জনগণকে
ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন সাড়ে ৬শ’ মানুষ: জাতিসংঘ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন সাড়ে ৬শ’ মানুষ।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'