ব্রাজিল বর্তমানে বাজে সময় পার করছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের যোগ্যতা নিশ্চিত করতে বেশ সংগ্রাম করছে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল ৫টি জয়, ৪টি হার ও ৩টি ড্র নিয়ে ৫ নম্বর স্থানে রয়েছে।
বিশ্বকাপের টিকিট পেতে ব্রাজিলের জন্য আগামী বছরের প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী মার্চে তাদের খেলা দুটি ম্যাচ বিশেষভাবে লক্ষ্যণীয়। ২১ মার্চ তারা কলম্বিয়ার বিপক্ষে খেলবে। ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে একটি দুর্দান্ত ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।
এরপর ৫ জুন ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। একই মাসের ১০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। তাই এখনও সুযোগ থাকলেও বেশ সতর্ক থাকতে হবে সেলেসাওদের।
Comments