কূটনীতিক তারেক মো. আরিফুল ইসলামকে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
তারেক মো. আরিফুল ইসলাম বর্তমানে নিউ ইউয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে উপ স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা কলকাতা উপহাইকমিশনেও বিভিন্ন দায়িত্বে ছিলেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া ডেস্কের মহাপরিচালকসহ বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক করেন কূটনীতিক তারেক মো. আরিফুল ইসলাম। এছাড়া অস্ট্রেলিয়ার মেলবোর্নে মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি ।
Comments