শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
Friday, 04 July, 2025

প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  09 May 2025, 10:14
প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট....................................ছবি: সংগৃহীত

রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণকারী কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন তিনি। রবার্ট প্রিভোস্টই প্রথম একজন আমেরিকান পোপ হিসাবে ইতিহাস গড়লেন। পোপ হিসাবে তার নাম হবে ‘পোপ লিও’। তিনি হবেন পোপ লিও চতুর্দশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৮ মে) ভ্যাটিকানে অনুষ্ঠিত কনক্লেভের দ্বিতীয় দিনে ১৩৩ জন কার্ডিনালের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন পোপের দুই পূর্বসূরি পোপ ফ্রান্সিস ও পোপ বেনেডিক্ট ষোড়শ—দুজনই দ্বিতীয় দিনের সন্ধ্যায় নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৭৮ সালে পোপ দ্বিতীয় জন পল নির্বাচিত হয়েছিলেন তিন দিনে। তিনি আধুনিক সময়ের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা পোপ ছিলেন।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে বুধবার (০৭ মে) পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওই দিন স্থানীয় সময় বিকেলে প্রথম দফায় ভোট দেন কার্ডিনালরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। অর্থাৎ প্রথম দফার ভোটে পোপ হিসেবে কেউ নির্বাচিত হননি। এরপর বৃহস্পতিবার সকালে দুই দফা ভোটাভুটির পরও কালো ধোঁয়া বের হয় চিমনি দিয়ে। তাই এদিন আবারও ভোটের প্রক্রিয়া শুরু হয়।

নতুন পোপ নির্বাচনের গোপন কনক্লেভে বৃহস্পতিবার ভোটের দ্বিতীয় দিনের শুরুতে কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও চতুর্থ দফার ভোটে সফলতা এসেছে। ক্যাথলিক খ্রিস্টানদের আনন্দে ভাসিয়ে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে অবশেষে দেখা যায় সাদা ধোঁয়া। এর মানে, নতুন একজন পোপ বেছে নিয়েছেন কার্ডিনালরা।

সাদা ধোঁয়া দেখামাত্রই উল্লাসে ফেটে পড়ে সিস্টিন চ্যাপেলের বাইরে সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমান মানুষ। তারা ছুটে আসেন সামনে, কেউ কেউ আনন্দে লাফিয়ে ওঠেন, কেউ আকাশের দিকে হাত তুলে প্রার্থনায় মগ্ন হন।

নির্বাচিত নতুন পোপকে প্রথমে নিয়ে যাওয়া হয় একটি ছোট কক্ষে, যেখানে তিনি প্রথমবারের মতো পরেন পোপের সাদা পোশাক। সেখানেই তিনি বেছে নেন নিজের পোপ নাম। সব প্রস্তুতি শেষে, ভ্যাটিকানের প্রধান ব্যালকনিতে এসে ঊর্ধ্বতন এক কার্ডিনাল ঘোষণা দেন ঐতিহাসিক বাক্য—‘হাবেমাস পাপাম’, যার অর্থ, “আমাদের একজন পোপ আছেন”।

পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন চারবার ভোট দেন কার্ডিনালরা। এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল।

Comments

  • Latest
  • Popular

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

ঢাকা ছাড়ার আগে স্ত্রীকে যাত্রী সাজিয়ে চালকের আসনে জার্মান দূত

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

৪০ বছর ধরে ক্ষমতায় থাকা উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়াইয়ের ঘোষণা মুসোভেনির

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারতের সংসদ সদস্যরা

‘সন্ত্রাসবাদে জড়িত’ অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বর্ণীল আয়োজনে 'বাংলাদেশ উৎসব'  উদযাপন

আমরা কোনো জোট করছি না: পররাষ্ট্র উপদেষ্টা

১০
৪০ বছর ধরে ক্ষমতায় থাকা উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়াইয়ের ঘোষণা মুসোভেনির
আফ্রিকার দেশ উগান্ডায় আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা
ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ট্রাম্পের ঘোষণা
সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান একটি 'সম্পূর্ণ
রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, টানা বিমান হামলা ইসরায়েলের
সপ্তম দিনে গড়ালো ইরান-ইসরায়েল যুদ্ধ। বুধবার রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান।
ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কি না, ‘শেষ মুহূর্তে’ সিদ্ধান্ত: ট্রাম্প
ইরানে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেননি বলে জানিয়েছেন
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'