শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

সার্ককে বাঁচাতে বাংলাদেশের হস্তক্ষেপ কামনা

কূটনৈতিক প্রতিবেদক
|  ০৮ জুন ২০২২, ০০:৫৪
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সার্কের মহাসচিব এসালা উইরাকুন বৈঠক করছেন।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রক্রিয়াকে বিদ্যমান জটিলতা থেকে বাঁচাতে বাংলাদেশের হস্তক্ষেপ কামনা করেছেন সংস্থাটির মহাসচিব এসালা উইরাকুন।

গতকাল মঙ্গলবার (৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা সফররত সার্কের মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে সার্ককে বাঁচাতে বাংলাদেশের হস্তক্ষেপ কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসালা উইরাকুনকে স্বাগত জানান। তিনি সার্কের বর্তমান কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।

বৈঠকে সার্ক মহাসচিব দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ স্থাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ধারণা হিসেবে সার্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করেন।

সার্ক মহাসচিব সার্ক ব্যবস্থার মধ্যে আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন পদ্ধতি সক্রিয় ও অনুপ্রাণিত করতে বাংলাদেশের সদিচ্ছার প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী সার্কের লক্ষ্য বাস্তবায়নে এবং সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলে টেকসই ও সমন্বিত উন্নয়ন অর্জনে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।