নেপাল চেম্বার এক্সপোতে ২০ বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা

আগামী ১৬ থেকে ২০ জুন ২০২২ নেপালে নেপাল চেম্বার অব কমার্স আয়োজিত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ২০জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে অংশগ্রহণ করছে। এদের মধ্যে ১৬জন নারী ও ৪জন পুরুষ উদ্যোক্তা।
মেলাটি রাজধানী কাঠমান্ডুর ভ্রিকুতিমন্ডপ এক্সিবিশন হলে আয়োজিত হচ্ছে।
উল্লেখ্য, কোভিড-১৯ এর কারণে গত দুই বছরে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া এসএমই উদ্যোক্তারা তাদের পণ্যের বাজারজাতকরণেও অনেক পিছিয়ে আছেন। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তার অংশ হিসেবে এসএমই উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশী পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য (তাঁত, সিল্ক, মসলিন, বিভিন্ন টাই-ডাই করা পোশাক, হোম ডেকর, জুয়েলারি, কাঁথা, চামড়াজাত পণ্য) প্রস্তুতকারী উদ্যোক্তাদেরকে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র মাধ্যমে নেপাল চেম্বার এক্সপো-২০২২ এ বিনামূল্যে অংশগ্রহণে সহায়তা করেছে এসএমই ফাউন্ডেশন।
এসএমই ফাউন্ডেশনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এসএমই পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে সহায়তা কর্মসূচির অংশ হিসেবে উদ্যোক্তাদের এই সহায়তা দেয়া হয়েছে।
বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য অনেক সম্ভাবনাময়। একক দেশ হিসাবে নেপাল বাংলাদেশের পণ্যের গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। পঞ্চমবারের মতো আয়োজিত নেপাল চেম্বার এক্সপো-২০২২ এ নেপাল ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা ১৫০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি সুযোগ পাবেন।
এ মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে কাঠমুন্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নানাভাবে সহায়তা প্রদান করছে। সেজন্য নেপালে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে এসএমই ফাউন্ডেশন।
এসএমই ফাউন্ডেশন বিশ্বাস করে, এই মেলায় অংশ নিয়ে এসএমই উদ্যোক্তাগণ নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি নেপালের স্থানীয় বাজারে ভবিষ্যতে এসএমই পণ্য রপ্তানির বিরাট সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ২৭৩জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা চীন, জাপান, কাতার, ভারত, জার্মানি ও নেপালে আন্তর্জাতিক মেলায় নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পেয়েছেন।
- ১৯৭১ এর জেনোসাইডের বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন
- ঢাকায় ২০তম ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত
- আবারও ডি-৮ চেয়ারের দায়িত্বে বাংলাদেশ
- বাংলাদেশের প্রার্থিতা সমর্থনে সহযোগিতার আশ্বাস আশিয়ান সেক্রেটারি জেনারেলের
- দেশে তৈরি হয়না এমন কাগজ আমদানিতে শুল্কহ্রাসের দাবি স্ট্যান্ডিং কমিটির
- বিদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে: বিমান প্রতিমন্ত্রী
- অারো খবর