সোমবার, ০২ অক্টোবর, ২০২৩

ওমানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মিজানুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক
|  ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৩২
কানাডায় নিযুক্ত হাইকমিশনার মিজানুর রহমানকে ওমানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মিজানুর রহমান তার দীর্ঘ কূটনৈতিক জীবনে কলম্বো, মস্কো ও ম্যানচেস্টারে বিভিন্ন দায়িত্ব পালন করেন। কানাডায় হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে তিনি নেদারল্যান্ড ও মিশরেও বিভিন্ন দায়িত্ব পালন করেন। দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থনৈতিক বিষয়াদি ডেস্ক ও প্রশাসন ডেস্কে মহাপরিচালক ছিলেন মিজানুর রহমান। এছাড়া অতিরিক্ত সচিব ও পরে সচিব হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক ও কনস্যুলার বিষয়ে দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিভাগে এমএসসি করেন মিজানুর রহমান