মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩

জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
|  ০৯ মার্চ ২০২০, ১৯:৫৯ | আপডেট : ০৯ মার্চ ২০২০, ২০:০১

কূটনৈতিক প্রতিবেদক

সরকারের সাবেক সচিব সাহাবুদ্দিন আহমেদকে জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর করেন। এছাড়া বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফিনান্স বিষয়ে এমএস করেন সাহাবুদ্দিন আহেমদ।

তিনি বিবাহিত। তার তিন সন্তান রয়েছে।