২০ দিনে ১৪ হাজার কোটি টাকা ছাড়াল প্রবাসী আয়
অনলাইন ডেস্ক
| ২৩ জানুয়ারি ২০২৩, ২২:৩১

নতুন বছরের প্রথম মাসের প্রথম ২০ দিনে ১৩১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১০৭ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার ৭২ কোটি ৬৪ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।
এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ লাখ মার্কিন ডলার।
গত ডিসেম্বরে প্রবাসীরা ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ১৮৬ কোটি টাকা।
উল্লেখ্য, গত বছরে প্রবাসীরা দুই হাজার ১২৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ২০৯ দশমিক ৬৩ বিলিয়ন ডলার এসেছে জুলাই মাসে।
- সংস্কার হলে মানুষ ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করবে: এডিবি
- দেশের উন্নয়নে প্রবাসীদের ক্ষমতায়নের আহ্বান মাসুদ বিন মোমেনের
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইনোভেশন ল্যাব ও শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক পরিকাঠামোর শুভ উদ্বোধন
- অনিয়মিত অভিবাসনের কারণগুলো দূর করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
- কূটনীতিকদের কাছে দেশের বিস্ময়কর অগ্রগতির কথা তুলে ধরলেন তথ্যমন্ত্রী
- বিশ্বব্যাংকের অর্থায়নে ৫৩ টি প্রকল্প চলমান রয়েছে : অর্থমন্ত্রী
- আইএমএফের ঋণ: প্রথম কিস্তির ৪৭ কোটি ডলার পেল বাংলাদেশ
- অারো খবর