পাকিস্তানের কয়েকটি স্থানে গতকাল মঙ্গলবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ‘কাপুরুষোচিত’ হামলার ‘সমুচিত’ জবাব দেবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এআরওয়াই নিউজকে বলেছেন, দেশটির বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। ‘কাপুরুষেরা’ তাদের নিজস্ব আকাশসীমা থেকে এই হামলা চালিয়েছে। তারা কখনোই তাদের ঘর থেকে বের হয়নি। তারা বেরিয়ে আসুক, পাকিস্তান সমুচিত জবাব দেবে।
ইসলামাবাদ কী সিদ্ধান্ত নিয়েছে, জানতে চাইলে খাজা আসিফ বলেন, পাকিস্তান বদলা নেবে।
খাজা আসিফ আরও বলেন, ভারতের তুলনায় অনেক বড় পরিসরে এই হামলার জবাব দেবে পাকিস্তান। তারা শুধু বেসামরিক মানুষদের ওপর হামলা করেনি বরং নিজেদের আকাশসীমা থেকে এ কাজ করেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, এই হামলার বদলা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, পাকিস্তান তার নির্ধারিত সময় ও স্থানে এই হামলার জবাব দেবে। এই জঘন্য উসকানির জবাব তারা দেবেই।
আহমেদ শরিফ চৌধুরী জানান, কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ‘কাপুরুষোচিত’ এই হামলা চালিয়েছে ভারত।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুলী বলেন, এই কাপুরুষোচিত হামলার মাধ্যমে ভারত যে সাময়িক আনন্দ পেয়েছে, তা স্থায়ী শোকে পরিণত হবে।
পাকিস্তান ইতিমধ্যে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিটিভি নিউজ।
গতকাল রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল।
রয়টার্সের খবরে বলা হয়, ভারতের সশস্ত্র বাহিনীর এই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
Comments