মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
Tuesday, 13 May, 2025

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ ভিত্তিহীন: ওআইসি

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  06 May 2025, 17:00
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ ভিত্তিহীন: ওআইসি...................................ছবি: সংগৃহীত

জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ভারতের অভিযোগ এ হামলায় পাকিস্তানের মদদ রয়েছে। তবে সে অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। প্রতিবেশি দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) বলেছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ ভিত্তিহীন।

উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাজনিত উত্তেজনা আরও বাড়াচ্ছে। সোমবার (৫ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগ” দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাজনিত উত্তেজনা আরও বাড়াচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার এক যৌথ বিবৃতিতে ওআইসি বলেছে, এ ধরনের অভিযোগ ইতোমধ্যেই অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে।

৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত সংস্থা ওআইসি এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নীতিগত অবস্থান স্পষ্ট এবং আমরা যে কোনও রূপের সন্ত্রাসবাদকে নিন্দা জানাই, তা যেই করুক এবং যেখানেই করুক।

সংস্থাটি আরও জোর দিয়ে জানিয়েছে, কোনও দেশ, জাতি, ধর্ম, সংস্কৃতি বা জাতীয়তাকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার যেকোনও প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি।

ওআইসির এ বিবৃতিতে কাশ্মির ইস্যুও বিশেষভাবে তুলে ধরা হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই সমস্যা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার মূল অন্তরায়। জম্মু ও কাশ্মিরের মানুষ এখনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত।

ওআইসি আরও বলেছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং প্রভাবশালী দেশগুলোর কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে, যাতে পরিস্থিতি শান্ত করা যায় এবং উত্তেজনা কমানো যায়।

প্রসঙ্গত, ওআইসি এর আগেও কাশ্মিরের পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের বিভিন্ন নীতির সমালোচনা করেছে। তবে ভারত বরাবরই ওআইসির এই ধরনের বিবৃতিকে “অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ” হিসেবে খারিজ করে এসেছে।

সম্প্রতি জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা। অধিকৃত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এছাড়া ভয়াবহ ওই হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।

এ পরিস্থিতির মধ্যে পাকিস্তান গত শনিবার “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উসকানি বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান “সিন্ধু মহড়ার” অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে।

এছাড়া ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে সোমবার ফের আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আর এর মধ্যেই ওআইসির পক্ষ থেকে ভারতের সমালোচনা করে এই বিবৃতি দেয়া হলো।

Comments

  • Latest
  • Popular

শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

ড. ইউনূসের ব্যক্তিগত সম্পদের ব্যাপারে জানালেন প্রেস সচিব

বিডিআরের ৪০ জওয়ানের জামিন

‘স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন’

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

শেখ হাসিনার বিরুদ্ধে ‘জুলাই গণহত্যা’ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি

দেশের ২১ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা

বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের

১০
ইসরায়েলি হামলায় শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর মোদিকে চিঠিতে যা লিখলেন রাহুল
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির একদিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা
যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে লাগাম টানতে সক্ষম হয়েছে
ভারতও নিশ্চিত করল, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও তা নিশ্চিত করেছেন। আজ শনিবার কিছুক্ষণ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'