প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি নেই, এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি বলেন, ‘ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। তিনি নিজে কোনো গাড়িও ব্যবহার করেন না।’
এ সময় ড. ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর অনুমোদন এবং বিশেষ সুবিধা পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘আপনি দেখেন, এসব প্রতিষ্ঠান কি ড. ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি? তিনি কি এসব প্রতিষ্ঠানে কোনো শেয়ার ধারণ করেন? এসব প্রতিষ্ঠান থেকে তিনি কি কোনো ব্যক্তিগত সুবিধা পান? এগুলো তার প্রতিষ্ঠান কি না, এমন প্রশ্ন আসাটা ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘গ্রামীণ নামটি ড. ইউনূস দিয়েছেন ঠিকই, তবে তিনি এসব প্রতিষ্ঠানে কোনো শেয়ারধারী নন।’ তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আরও তদন্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ড. ইউনূসের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে আলোচনা হয়। শফিকুল আলম জানান, গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি ২০০৯ সালে আবেদন করেছিল, তবে তখন অনুমোদন মেলেনি। ‘এজেন্সিটি যদি আগামী ২০২৪ সালের পর অনুমোদন পায়, তাহলে তাতে কোনো দোষ নেই,’ বলেন তিনি।
তিনি আরো জানান, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ড. ইউনূস গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বারবার আবেদন বাতিল করেছিল। শেষে গত ছয় মাসে অডিট শেষে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।
Comments