শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
Saturday, 28 December, 2024

আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

রয়টার্স,বাকু,আজারবাইজান
  27 Dec 2024, 14:39
আজারবাইজানের উড়োজাহাজটি গত বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয় ছবি: রয়টার্স

আজারবাইজান এয়ারলাইনসের যে উড়োজাহাজটি কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে, সেটিকে ‘ভূপাতিত’ করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্র গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তদন্তের মধ্য দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান দাঁড় করানো ঠিক নয়।
গত বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি (ফ্লাইট জে২-৮২৪৩) ‘বিধ্বস্ত’ হয়। এতে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে যাত্রী-ক্রু মিলে ৬৭ আরোহী ছিলেন।
উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে রওনা করেছিল। একটি পর্যায়ে উড়োজাহাজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
উড়োজাহাজটি এমন একটি এলাকায় ছিল, যেখানে বারবার ইউক্রেনীয় ড্রোনের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়া।
অবশ্য রাশিয়ার উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার ভাষ্য, উড়োজাহাজটি জরুরি পরিস্থিতির মুখে পড়েছিল, যা পাখির আঘাতের কারণে হতে পারে।
উড়োজাহাজটির যাত্রাপথের নিকটতম রুশ বিমানবন্দর মাখাচকালা, যেটি গত বুধবার সকালে বন্ধ ছিল।
বিধ্বস্তের ঘটনা নিয়ে আজারবাইজানের তদন্তের ব্যাপারে অবহিত দেশটির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, উড়োজাহাজটিকে রাশিয়ার প্যান্টসির-এস আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে আঘাত করা হয়েছিল।
সূত্রটি আরও জানিয়েছে, গ্রোজনিতে যাওয়ার সময় উড়োজাহাজটির যোগাযোগ অকার্যকর হয়ে গিয়েছিল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে।
সূত্রটির ভাষ্য, কেউ এই দাবি করছে না যে উড়োজাহাজটিকে উদ্দেশ্যমূলকভাবে ভূপাতিত করা হয়েছে। তবে বাকু আশা করে, প্রতিষ্ঠিত তথ্য বিবেচনায় নিয়ে রাশিয়ার কর্তৃপক্ষ আজারবাইজানের উড়োজাহাজটি ভূপাতিত করার কথা স্বীকার করবে।
আজারবাইজানের তদন্ত একই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে অপর তিনটি সূত্র।
আজারবাইজানের তদন্তের বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। কিন্তু রয়টার্সের এই অনুরোধে তারা সাড়া দেয়নি।
এক মার্কিন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, রাশিয়ান বিমানবিধ্বংসী ব্যবস্থা আজারবাইজানের ফ্লাইটটিতে আঘাত করতে পারে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।
অন্যদিকে কানাডা বলেছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উড়োজাহাজটিকে আঘাত করেছে—এমন খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভ বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে, এ কথা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না। আবার অস্বীকারও করতে পারছেন না।

Comments

  • Latest
  • Popular

মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল শনিবার

আমরা যেন একাত্তরকে ভুলে না যাই: ফখরুল

আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

ঢাকায় দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত

সচিবালয়ে লাগা আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন

সচিবালয়ে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপিত

১০
মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল শনিবার
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল শনিবার। তাঁর মৃত্যুতে দেশটিতে সাত দিনের রাষ্ট্রীয় শোক
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেশটির রাজধানীর
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন 
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হওয়ায়
ব্রাজিলে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত 
ব্রাজিলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় একটি দোকানের ওপর বিমান বিধ্বস্ত হয়। এতে সব
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'