শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
Saturday, 28 December, 2024

মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল শনিবার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাডিপ্লোমেটডটকম
  27 Dec 2024, 22:41
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি: এএনআই

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল শনিবার। তাঁর মৃত্যুতে দেশটিতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৯২ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি।
ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রয়াত মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১ জানুয়ারি পর্যন্ত সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয়েছে। এ সময় সারা দেশে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলেও বিবৃতিতে বলা হয়।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে এক ঘণ্টার জন্য মনমোহনের মরদেহ নেওয়া হবে। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতা–কর্মীরা সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সেখান থেকে তাঁর মরদেহ শ্মশানে নেওয়া হবে।
আজ নয়াদিল্লিতে সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা জানান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারত তাঁর বিশিষ্ট নেতাদের একজনকে হারিয়ে শোকাহত।
এ ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিসহ ক্ষমতাসীন ও বিরোধী দলের অনেকেই সাবেক প্রধানমন্ত্রীর মরদেহে ফুল ছিটিয়ে, প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানান।
মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের (১৯৯১-৯৬) সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সে সময় তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংক—রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর ছিলেন। অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের উদ্যোগ নেন। এ কারণে তাঁকে ভারতের অর্থনীতিতে উদারনৈতিক সংস্কারের ‘স্থপতি’ বলা হয়।

Comments

  • Latest
  • Popular

দেউলিয়ার পথে থাকা ১০ ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে: গভর্নর 

রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে মার্চে 

সচিবালয়ে প্রবেশে দ্রুতই অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা: প্রেস সচিব

ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না

আমাদের প্রধান তিন কাজ— গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা

সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না: মির্জা ফখরুল

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই: আইজিপি

সচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারি সব ‘প্রবেশ পাস’ বাতিল

ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি

১০
রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত
দিল্লি নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। আজ শনিবার স্থানীয়
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন / ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। দ্য
আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
আজারবাইজান এয়ারলাইনসের যে উড়োজাহাজটি কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে, সেটিকে ‘ভূপাতিত’ করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায়
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেশটির রাজধানীর
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'