চিকিৎসাজনিত কারণে শান্তিতে নোবেলজয়ী নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে মাত্র ৩ সপ্তাহের জন্য কারামুক্তি দিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী।
অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে নার্গিস মোহাম্মদিকে সাময়িকভাবে মুক্তি দেয় আদালত। যদিও পরিবার ও সমর্থকরা তার স্থায়ী মুক্তির আহবান জানিয়েছে।
তবে অস্থায়ী মুক্তির জন্য নার্গিসকে ২১ দিন অতিরিক্ত সাজাভোগ করতে হবে বলে জানানো হয়েছে। ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখায় কারাবন্দি অবস্থায় শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। ৫২ বছর বয়সী এই নারী অধিকারকর্মী ২০২১ সাল থেকে তেহরানের একটি কারাগারে বন্দী রয়েছেন।
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত জুনে এক বছরের কারাদণ্ড দেন ইরানের একটি আদালত। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়।
নার্গিস মোহাম্মদী ইরানের নারীদের বিভিন্ন অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। বিশেষ করে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে আন্দোলনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
ইরানের এই খ্যাতিমান মানবাধিকারকর্মী দীর্ঘদিন ধরেই কারাবন্দী অবস্থায় রয়েছেন। এর আগেও রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে একাধিক মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন।
এসব মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২১ সালের নভেম্বর থেকে কারাবন্দী রয়েছেন ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী।
Comments