দুর্নীতি, ফ্যাসিবাদ দূর করতে একমাত্র উপায় হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে। এছাড়া অন্য কোন উপায় নেই। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের কাউকেই বিএনপিতে নেয়া হবে না।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ বিএনপি নেতা আরও বলেন, দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণে নির্বাচিত সরকার জরুরি। দেশের মানুষ অপেক্ষায় রয়েছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমরা আশা করছি দ্রুত সময় একটি গ্রহণযোগ্য অনুষ্ঠিত হবে।
পরে উপস্থিত ৫ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপি'র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Comments