শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
Friday, 27 December, 2024

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় ভার্মার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  25 Dec 2024, 01:32
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ছবি: সংগৃহীত 

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে যে অনন্য সম্ভাবনার সুযোগ রয়েছে, তা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন।

সোমবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ককে একে অপরের স্বার্থ, উদ্বেগ ও আকাঙ্ক্ষা পারস্পরিক সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে।’
দুই দেশের মধ্যে একে অপরের অগ্রগতি এবং সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অংশীদারত্ব রয়েছে বলে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘দুই দেশের ক্রমবর্ধমান সক্ষমতা, সমৃদ্ধি ও বিকাশের উচ্চাকাঙ্ক্ষায় এগিয়ে যেতে একে অপরকে সহযোগিতা করার জন্য আমাদের অনেক কিছু রয়েছে। এই সম্পর্ককে আমরা এভাবেই দেখি।’
দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে প্রণয় ভার্মা একটি ‘গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক’ বাংলাদেশের জন্য ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক’ অংশীদারত্ব গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি দূরদর্শী, পারস্পরিক সুবিধাজনক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন।
প্রণয় ভার্মা বলেন, ‘এটি পারস্পরিক সুবিধার সম্পর্ক হতে হবে। আমরা আরও বিশ্বাস করি, জনগণই এই সম্পর্কের মূল অংশীদার। আমাদের সহযোগিতা উভয় দেশের সাধারণ মানুষকে দৃঢ়ভাবে উপকৃত করে।’
ভারতীয় হাইকমিশনার ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার গুরুত্বের ওপর জোর দেন এবং সম্পর্কের মৌলিক বিষয়ে তাঁর দৃঢ় আস্থার পুনরাবৃত্তি করেন। তিনি প্রশংসা করে বলেন, ‘দুই দেশের মধ্যে পারস্পরিক উপকারী সম্পর্ককে এগিয়ে নিতে যা যা করা দরকার, আমরা তা করছি।’

Comments

  • Latest
  • Popular

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

ঢাকায় দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত

সচিবালয়ে লাগা আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন

সচিবালয়ে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপিত

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির

প্রকৌশলী আশরাফ ইসলামের নামে নির্মিত ইউনিভার্সিটির ভবন উদ্বোধন

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় ভার্মার

ধর্মীয় শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা

১০
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।আজ সোমবার
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব : অধ্যাপক ইউনূস
পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত
ছাত্র–জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সফল হলেই ভারতের স্বার্থ রক্ষিত হবে : ভারতীয়  ব্যবসায়ী
ভারতীয় সংবাদ আউটলেট দ্য ওয়্যারে প্রকাশিত সাম্প্রতিক এক নিবন্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'