মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
Tuesday, 22 October, 2024

লেবাননে বাড়ছে বেসামরিক মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  22 Oct 2024, 19:42
লেবাননে বাড়ছে বেসামরিক মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি...................................ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহতের সংখ্যা এবং বাস্তুচ্যুতির সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে।

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একটি আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে ওই ব্যাংকের শাখাগুলোর এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। যার ফলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

২০ অক্টোবর (রবিবার) রাতে বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলায় ইউএনএফপিএর (ইউএন পপুলেশন ফান্ড) নারী ও মেয়েদের জন্য তৈরি করা একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রসহ একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।

নিরাপত্তাহীনতার কারণে বৈরুত, বেকা ও মাউন্ট লেবাননে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং ভ্রাম্যমাণ প্রসূতি সেবাকেন্দ্রসহ ইউএনএফপিএর ১০টি পরিষেবা বন্ধ হয়ে গেছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতিবেদন থেকে জানা যায়, গত অক্টোবর থেকে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাতে ২৪০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ হাজার ৫০০ জনেরও বেশি। বাস্তুচ্যুত এবং সংঘাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১.২ মিলিয়ন মানুষ।

লেবাননজুড়ে জাতিসংঘ ও তার মানবিক সহযোগীরা সহায়তা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ওসিএইচএ।

সোমবার জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও ওসিএইচএর সহায়তায় বালবেক প্রদেশের জাবুলে শহরে ছয় ট্রাক ত্রাণ সামগ্রী আসে। গত সেপ্টেম্বরের পর লেবাননে এই প্রথম ত্রাণ সামগ্রী এলো। রেডি-টু-ইট খাবারের পাশাপাশি দুই মাসের জন্য ১০০০ লোকের জন্য পর্যাপ্ত খাবার নিয়ে এসেছে এই ট্রাকগুলো।

এছাড়া জাবুলে শহরের তিনটি আশ্রয়কেন্দ্রে পানির বোতল, তোশক, কম্বল, প্রাথমিক চিকিৎসা ও হাইজিন কিটসহ অন্যান্য সামগ্রী দিয়েছে ইউনিসেফ।

লেবাননে প্রায় ১১০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে যেখানে প্রায় ১ লাখ ৯২ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। এরই মধ্যে ৯০০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় ক্ষমতা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ওসিএইচএ।

বৈরুত ও মাউন্ট লেবাননে সবচেয়ে বেশি বাস্তুচ্যুতির ঘটেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, গত এক বছরে লেবাননের অভ্যন্তরে আট লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে লেবানন থেকে ৪ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ সিরিয়ায় প্রবেশ করেছে এবং ১৭ হাজার মানুষ ইরাকে গিয়েছে।

Comments

  • Latest
  • Popular

প্রধান বিচারপতির সঙ্গে ২ উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

ডেঙ্গুতে নতুন ৭ মৃত্যু

পদত্যাগ করতে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন সিদ্ধান্ত

জুলাই অভ্যুত্থানে হত্যার তদন্ত-বিচারের এখতিয়ার শুধুই ট্রাইব্যুনাল

৩০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ

কপ-২৯ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

লেবাননে বাড়ছে বেসামরিক মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি

শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রশিক্ষণরত এসআইদের অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সমালোচনার মুখে সাদিয়া আয়মান

১০
ইসরায়েলি হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজায় দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায়
সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট
সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভির
গাজার উত্তরাঞ্চলে ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত ৭৩
গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
গাজায় ইসরায়েলি হামলা:২১ নারীসহ নিহত ৩৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে দখলদার ইসরায়েলের হামলায় ২১ নারীসহ ৩৩ জনের মৃত্যু
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'