অর্থপাচার ঠেকাতে প্রায় ৩০০টি অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচার ঠেকাতে একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি দেশের বাইরে পাচারকৃত অর্থ চিহ্নিত করার কাজ চলছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিএফআইইউ সূত্রে জানা যায় এ তথ্য।
ব্যাংক অ্যাকাউন্ট পাশাপাশি মামলা করা হয়েছে মোট ১০০টি। এসব অ্যাকাউন্টে বড় অংকের অর্থ আছে। যদি মামলায় অর্থ আত্মসাৎ প্রমাণ হয় তাহলে জব্দকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা হবে। আর মামলায় অভিযোগ প্রমাণিত না হলে অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছে বিএফআইইউ।
এ ব্যাপারে বিএফআইইউ'র ডেপুটি হেড একেএম এহসান জানিয়েছেন, পাচার করা অর্থ চিহ্নিত করার কাজ চলছে। দীর্ঘ প্রক্রিয়া হলেও অর্থের অবস্থান চিহ্নিত করা গেলে ফিরিয়ে আনা সম্ভব বলে জানান তিনি।
এদিকে টাস্কফোর্স ও বিএফআইইউর সমন্বয়ে অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী খোদ কেন্দ্রীয় ব্যাংক।
Comments