ইসরায়েল যেকোনো সময় হামলা করতে পারে ইরানে। এতে দেশটির তেল উৎপাদন কেন্দ্র ও অন্যান্য কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
বুধবার (২ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলের পরিকল্পা অনুযায়ী এর সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের তেল উৎপাদন স্থাপনা। ইরানের জেষ্ঠ্য নেতাদের হত্যা করার লক্ষ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও হামলার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলা চালানোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে হামলার সময়ও নির্ধারণ করা হয়নি। তবে ইসরাইল কয়েকদিনের মধ্যেই হামলা চালাতে পারে।
Comments