ইসরাইল ও লেবানন সীমান্তে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মিত্র দেশগুলো।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ ১২টি শক্তিশালী জোট বা ব্লকের সদস্যরা ' কূটনৈতিক মীমাংসায় পৌঁছানোর অংশ হিসেবে কূটনৈতিক উপায়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরির জন্য’ ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, এ শত্রুতা অসহনীয় এবং সীমান্ত অঞ্চলে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি অগ্রহণযোগ্য একটা ঝুঁকি। আর এসব ইসরাইল বা লেবানন কোনো দেশের জনগণের পক্ষেই হিতকর নয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার।
এদিকে, লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। এমনকি স্থল অভিযান চালানোর জন্য উত্তর ইসরাইলে সামরিক বাহিনী মহড়াও শুরু করেছে। চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্তে স্থানান্তর করা সাঁজোয়া বহরের যোদ্ধাদের সঙ্গে দেখা করেছেন তিনি।
গ্যালান্ত আরও বলেন, ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফেরানোর লক্ষ্য অর্জনে আমরা যেকোনো ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক।
Comments