ইরানের একটি কয়লা খনিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, পূর্ব ইরানের তাবাস খনিতে বিস্ফোরণে মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
ওই বার্তা সংস্থা আরও জানিয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে প্রতিবেদনে বলা হয়েছে, মিথেন গ্যাসের লিকেজ থেকে খনির দুটি ব্লকে বিস্ফোরণ ঘটে। এ সময় কয়লা খনিতে প্রায় ৭০ শ্রমিক ছিলেন। যেটির মালিকানাধীন ইরানি প্রতিষ্ঠান মাদানজু।
রাষ্ট্রীয় টিভি সম্প্রচার করেছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাবাসে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।
আইআরএনএ অনলাইন ফুটেজে কিছু মরদেহ দেখিয়েছে, মরদেহগুলোর শরীরে কাজের পোশাক পরা।
দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ ঘেনাত রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, উদ্ধারকারী দলগুলো বাকি মরদেহ উদ্ধারে কাজ করছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি বলেছেন, বিস্ফোরণটি খনিতে গ্যাসজনিত কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে রাষ্ট্রীয় টিভির মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মারাত্মক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
Comments