কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বেলজিয়াম। বুধবার ব্রাসেলসসে এগমন্ট প্যালেসে (বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়) আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাক্ষাৎ করলে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ার রিন্ডারস এ আগ্রহের কথা জানান।
সাম্প্রতিক অতীতে ব্রাসেলসসে ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা স্মরণ করে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী বৈশ্বিক সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে পরিচালিত সংগ্রামে বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতা পাওয়ার আকাক্সক্ষা প্রকাশ করেন।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে বেলজিয়াম সরকার ও জনগণের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকায় শিগগির বেলজিয়ামের আবাসিক মিশন খোলার আহ্বান জানান। মিশন খোলো হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়বে। ১৯৯০ সালে ঢাকা থেকে মিশন গুটিয়ে নেয় বেলজিয়াম। ঢাকায় মিশন খোলার বিষয়টি সক্রিয় বিবেচনায় নেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী।
Comments