কূটনৈতিক প্রতিবেদক: আরব-ইসলামিক-আমেরিকান সামিটে যোগ দিতে আগামী শনিবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে এ সফওে যাচ্ছেন তিনি। সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান।
আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব-ইসলামিক-আমেরিকান সামিট অনুষ্ঠিত হবে। ওই শীর্ষ সম্মেলনে আরব বিশ্ব ও অন্যান্য মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই সম্মেলনে যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রিয়াদে অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য হলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধের প্রসার এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এ সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান এবং সন্ত্রাস দমনে বাংলাদেশের সামগ্রিক সাফল্য তুলে ধরবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ থেকে ২৩ মে সৌদি আরব সফর করবেন। তিনি আগামী শনিবার সৌদি আরব যাবেন।
মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সেনা পাঠানো হবে
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদ হুমকিতে পড়লে সৌদি আরব চাইলে সেনা পাঠাবে বাংলাদেশ। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা না পাঠাতে বাংলাদেশের আগের অবস্থানের পরিবর্তন হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোটে অংশ নেওয়ার ব্যাপারে বাংলাদেশ আগের অবস্থানেই আছে কি না জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘আমরা আগের অবস্থানেই আছি। তবে মুসলমান দেশ হিসেবে দুই পবিত্র মসজিদের ব্যাপারে যে ভক্তি ও ভালোবাসা আছে, যদি মক্কা ও মদিনার মসজিদ হুমকিতে পড়ে এবং সৌদি আরব আমাদের সহযোগিতা চায়, তাহলে অবশ্যই সৈন্য পাঠাব। যদি এ রকম কিছু হয়, তবে সামরিক সাহায্য দিতে প্রস্তুত থাকব।’
Comments