কূটনৈতিক প্রতিবেদক: আজ সোমবার সকালে এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাত-ইউএই'এর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার ইউএই-তে আরও অধিক সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ সফরে গেছেন তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় ।
ইউএই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। বর্তমানে দেশটিতে সীমিত সেক্টরে কর্মী যাচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ইউএই-তে কর্মী নিয়োগের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্তকরণ ও সম্প্রসারণে সাত সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ইউএই-তে আরও বেশি সংখক কর্মী নিয়োগ ও বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
ইউএই’র মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী সাকর গোবাশ সাইদ গোবাশ এবং উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লেঃ জেনারেল শেখ সাইফ বিন যাইদ আল নাহইয়ান এর সাথে কর্মী প্রেরণসহ দ্বিপক্ষীয় বিষয়ে বৈঠক করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত ইউএই-তে ২৩ লাখ অধিক কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তার মধ্যে ১ লাখ ২৩ হাজার ৯৮৫ জন নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে।
প্রতিনিধি দলে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, যুগ্মসচিব মোঃ মিজানুর রহমান, যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মোহসিন চৌধুরীসহ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আগামী ২১ মে দেশে ফেরার কথা রয়েছে।
Comments