বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের ফিরোজায় তার বাসভবনে পৌঁছেছেন। তার সাথে ছিলেন তার পরিবারের সদস্যরা, এবং এই মুহূর্তে সেখানে বিএনপি নেতাকর্মীরা তাকে বরণ করে নিতে আগে থেকেই উপস্থিত হন।
খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার গন্তব্য ফিরোজার দিকে রওয়ানা দেন বেলা ১১টা ৪০ মিনিটে। তাকে ঘিরে ছিল বিশেষ নিরাপত্তাবেষ্টনী, যার মধ্যে তার গাড়িবহর চলে আসে।
এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে, কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা পৌঁছান। তার সঙ্গে ছিলেন তার পুত্রবধূ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
খালেদা জিয়ার দেশে ফেরার পর তাঁর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
Comments