সচিবালয়-পুলিশসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় ফ্যাসিস্ট হাসিনার দোসররা ঘাপটি মেরে রয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা। তারা বলেন, এখনো হাসিনার দোসররা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলোয় বসে পরিকল্পিতভাবে আমাদের অভ্যুত্থানকে নস্যাৎ করার পাঁয়তারা চালাচ্ছে। অথচ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তা চুপচাপ শুধু দেখে যাচ্ছেন।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলেন, এভাবে দেশের পরিস্থিতি চলতে পারে না। অবিলম্বে সচিবালয়, পুলিশ প্রশাসনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ চেয়ারগুলো হাসিনার দোসরমুক্ত দেখতে চাই আমরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে এসব কথা বলেন নেতারা। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, এখনো সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোয় খুনির দোসররা ঘাপটি মেরে বসে আছে। সচিবালয় বা যেকোনো জায়গা হোক, ষড়যন্ত্র করলে তাদের উৎখাত করে ছাড়ব আমরা।
সারজিস আলম বলেন, এখনো কীভাবে গোপালগঞ্জে আমাদের ভাইদের ওপর হামলা হয়? আমাদের যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে প্রশাসনের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোয় আর আপনাদের বসিয়ে রাখব না। এখনো ছাত্রলীগ-যুবলীগ প্রকাশ্যে ঘুরে বেড়ায় দেখছি। আমাদের আহতদের দেখে তারা মুচকি হাসে। যদি আমরা বিচার করতে না পারি, তাহলে শহিদের আত্মাকে জবাব দেয়ার কিছু থাকবে না আমাদের।
তিনি বলেন, আমরা দেখছি দেশের প্রতিটি ক্ষেত্রে আগের মতোই সিন্ডিকেট রয়ে গেছে। আমাদের এসব ভাঙতে হবে। এখনো কেন শুনব একহাত থেকে আরেক হাতে সিন্ডিকেট স্থানান্তর হচ্ছে। সেই হাতগুলো কেন ভেঙে দেয়া হচ্ছে না?
এছাড়া সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখনো সচিবালয়ের ভেতরে ঘাপটি মেরে আছে দালালগুলো। পুলিশ প্রশাসনের অসংখ্য দালাল আছে ঘাপটি মেরে। এসব জায়গা শিগগিরই দালালমুক্ত করুন।
Comments