রোববার, ১১ মে, ২০২৫
Sunday, 11 May, 2025

ফেব্রুয়ারিতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ সদস্য

  28 Jan 2023, 22:21

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় গোলযোগপূর্ণ আফ্রিকার দুই দেশ কঙ্গো (ডিআরসি) এবং মালিতে যাবেন বাংলাদেশ পুলিশের ৪৬০ জন সদস্য। তিনটি কন্টিনজেন্টের মাধ্যমে তারা মালি ও কঙ্গোতে গিয়ে আগের কন্টিনজেন্ট প্রতিস্থাপন করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি তারা মালি ও কঙ্গোর উদ্দেশ্যে রওনা হবেন বলে পুলিশ সদর দফতর সময়ের আলোকে নিশ্চিত করেছে। এরই মধ্যে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিনটি প্রজ্ঞাপনে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত তিনটি প্রজ্ঞাপনের মধ্যে মালিগামী দুটি কন্টিনজেন্টে ১৪০ জন করে ১৮০ জন এবং কঙ্গোগামী কন্টিনজেন্টে ১৮০ জন পুলিশ সদস্য রয়েছে। এরমধ্যে একটি নারী কন্টিনজেন্টও রয়েছে। ওই মিশনে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার তিনজন কর্মকর্তা তিনটি কন্টিনজেন্টের কমান্ডারের দায়িত্ব পালন করবেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, এসআই, সার্জেন্ট, কনস্টেবল ও নায়েক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। এর বাইরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনের কয়েকজন চিকিৎসক (মেডিকেল অফিসার) রয়েছেন এই তিনটি কন্টিনজেন্টে।


প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯) এমআইএনইউএসএমএ, মালি ও ডিআর কঙ্গোতে ৪৬০ কর্মকর্তাকে এক বছরের জন্য প্রেষণে পাঠানো হচ্ছে। এসব পুলিশ সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতায়াত খরচসহ যাবতীয় ব্যয়ভার জাতিসংঘ বহন করবে। অন্যান্য শর্ত জাতিসংঘ থেকে পাওয়া নির্দেশাবলীর আলোকে (যদি থাকে) পরে নির্ধারণ করা হবে।

জানা যায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে শান্তিরক্ষী প্রেরণকারী হিসেবে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশও শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ১৯৮৯ সাল থেকে শান্তিরক্ষা কার্যক্রমে অন্যান্য বাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশ।

Comments

  • Latest
  • Popular

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ

গেজেটের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

তীব্র গরমে নাকাল জনজীবন

বিশ্ব মা দিবস আজ

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

ভারতও নিশ্চিত করল, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত

১০
পাকিস্তান-ভারত উত্তেজনা: বৈঠকে বসছে জাতিসংঘ
জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কূটনীতিক
গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা জারি
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সাংবাদিকদের ক্রমবর্ধমান নিহতের বিষয়ে সতর্কতা জারি করেছে। বিশ্ব
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮১তম
রোহিঙ্গাদের জন্য প্রায় ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ
বাংলাদেশে আশ্রিত প্রায় ১৫ লাখ রোহিঙ্গা এবং তাঁদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে চলতি বছর সহায়তা দেওয়ার
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'