শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
Saturday, 23 November, 2024

আইসিসি র‌্যাংকিং থেকে বাদ পড়লেন সাকিব

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  21 Nov 2024, 15:53
সাকিব আল হাসান...................................ছবি: সংগৃহীত

মাঠের খেলার পাশাপাশি রাজনীতির ময়দানে বিচরণ ছিল তার। হয়েছিলেন সংসদ সদস্যও (এমপি)। আর সেটিই কাল হয়ে দাঁড়িয়েছে। জুলাইয়ে ছাত্র জনতার বিপ্লবে সরকার পতনের পর থেকেই দেশ ছাড়া সাকিব আল হাসান। মাস দুই আগে ভারতে টেস্ট সিরিজর মাঝে নিজের অবসর পরিকল্পনার কথা জানান এ অলরাউন্ডার। তার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতি বুধবার দল ও খেলোয়াড়দের র‍্যাংকি হালনাগাদ করে থাকে। ব্যতিক্রম কিছু না ঘটলে বা বড় কোনো টুর্নামেন্ট চলমান না থাকলে সপ্তাহের নির্দিষ্ট এ দিনটিতে র‍্যাংকিং হালনাগাদ করা হয়। নিয়মানুযায়ী গতকাল বুধবার (২০ নভেম্বর) র‍্যাংকিং হালনাগাদ করেছে সংস্থাটি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতো র‍্যাংকিং-ধারাবাহিকতা ছিল সাকিব আল হাসানেরও। 

আলাদাভাবে ব্যাটিং, বোলিংয়ে যে ক্রিকেটারই থাকুক, সপ্তাহ শেষে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষেই থাকত সাকিব আল হাসানের নাম। তা-ও দু-চার সপ্তাহ বা চার-ছয় মাস নয়, বছরের পর বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১ নম্বর স্থানটা ছিল এই অলরাউন্ডারের জন্য ‘বরাদ্দ’।
যদিও এখন এসব অতীত। ঠিক এতটাই যে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সাকিবের নামই নেই এখন। 

ভারতে বসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান সাকিব, তবে ঘরের মাঠে খেলতে চেয়েছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সাকিব শেষ টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার। অথচ টেস্ট র‍্যাংকিংয়ে সাকিবের নাম ঠিকই আছে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব নেই, অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন শীর্ষে ছিলেন এ দুই সংস্করণেই।

সাধারণত একজন ক্রিকেটার নিজের পারফরম্যান্স দিয়ে যেমন র‍্যাংকিং তালিকায় প্রবেশ করে শীর্ষে উঠে যেতে পারেন, তেমনি আবার খারাপ খেলার কারণে পেছাতে পেছাতে তলানিতেও চলে যেতে পারেন। কিন্তু সাকিবের নাম তো ওয়ানডে, টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের কোথাওই নেই। বোঝাই যাচ্ছে, বাদ পড়ে গেছেন।

আইসিসি র‍্যাংকিং থেকে একজন ক্রিকেটার বাদ পড়তে পারেন মোটাদাগে তিনটি কারণে। একটি নিষেধাজ্ঞা বা বহিষ্কার। যেমন ২০১৯ সালের নভেম্বরে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা (এক বছর স্থগিত) দিয়েছিল আইসিসি। ওই সময় র‍্যাংকিং থেকে সাকিবের নাম বাদ পড়েছিল। এর বাইরে আর কখনোই র‍্যাংকিং থেকে ছিটকে যেতে হয়নি তাকে।

সাকিবের নাম এখন শুধু টেস্টের র‍্যাংকিংয়ে আছেন। যে সংস্করণে সর্বশেষ খেলেছেন গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। সে টেস্টের পর বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে টেস্ট। আর সর্বশেষ চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে ওয়ানডে সিরিজ। এসবের কোনোটিতেই ছিলেন না সাকিব। তাহলে টেস্ট র‍্যাংকিংয়ে না থাকলেও ওয়ানডে, টি-টোয়েন্টিতে কেন নেই তিনি?

র‍্যাংকিং থেকে বাদ পড়ার বড় তিনটি কারণে আরেকটি হলো অবসর গ্রহণ। গত সেপ্টেম্বরে কানপুর টেস্টের আগেই সংবাদ সম্মেলন করে সাকিব বলেছিলেন, জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই সংস্করণের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। ফলে ২০ ওভারের ম্যাচের আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। মূলত অবসর নেয়াতেই টি-টোয়েন্টি র‍্যাংকিং থেকে সাকিবের নাম কাটা পড়েছে।

যদিও সাকিব কিন্তু ওয়ানডে থেকে অবসর নেননি। তিনি বলেছিলেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে ৫০ ওভার ক্রিকেট থেকে বিদায় নেবেন। এই সংস্করণের র‍্যাংকিংয়ে নাম না থাকার কারণ দীর্ঘদিনের অনুপস্থিতি। এটাই তৃতীয় কারণ। 

র‍্যাংকিংয়ের মূলমন্ত্রই হচ্ছে বর্তমানকে ফুটিয়ে তোলা। একজন খেলোয়াড়ের পুরোনো পারফরম্যান্সের চেয়ে নতুন পারফরম্যান্সকেই বেশি বিবেচনায় নেয়া হয়। টেস্টের বেলায় র‍্যাংকিংয়ের জন্য ১২-১৫ মাস সময় বিবেচনায় নেয়া হয়। ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্ষেত্রে এটি ৯ থেকে ১২ মাস। এর বেশি সময় কেউ না খেললে র‍্যাংকিং থেকে নাম সরিয়ে ফেলা হয়। 

সাকিবের নাম ওয়ানডে র‍্যাংকিং থেকে কাটা পড়েছে এখানেই। এই সংস্করণে তিনি সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এক বছর পেরিয়ে যাওয়ায় সাকিবের নামটা তাই র‍্যাংকিংয়েই নেই। যদিও সর্বশেষ ওয়ানডে খেলার সময়ও তার নাম ছিল ১ নম্বরেই!

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা জানা গেল

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

সংসদে ড. ইউনূসকে নিয়ে যা বলেছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার সঙ্গে মাহফুজ-আসিফ-নাহিদের কুশল বিনিময় 

নির্বাচন নিয়ে যা বললেন নবনিযুক্ত সিইসি

মাকে হত্যার অভিযোগে গ্রেফতার সাদের জামিন নামঞ্জুর

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা

সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

১০
বছরের শেষ ম্যাচে মেসির বিশ্বরেকর্ড
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (২০ নভেম্বর) পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করেছেন
মেসির কাছে ক্ষমা প্রার্থনা প্যারাগুয়ে ডিফেন্ডারের
আর্জেন্টিনার জয় ঠেকাতে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছিল প্যারাগুয়ে। গ্যালারিতে লিওনেল মেসি এবং তার দলের
মাঠে ফিরছেন আফগানিস্তান নারী ক্রিকেটাররা
২০২১ সালে আফগানিস্তানে নারী ক্রিকেটে নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। এরপর দেশ থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায়
সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
আগামী বছর এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের লড়াইয়ে নামতে হবে। আগামী ৯ ডিসেম্বর এশিয়ান কাপ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'