বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (২০ নভেম্বর) পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করেছেন লাউতারো মার্টিনেজ। আর সেই গোলের সহায়ক ছিলেন লিওনেল মেসি। মার্টিনেজের গোলে সহায়তা করেই এক রেকর্ডে নাম লেখালেন ইন্টার মায়ামির এই খেলোয়াড়।
চলতি বছরের শেষ ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি ছিল পেরুর বিপক্ষে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ঘরের মাঠে হওয়া ম্যাচটি আর্জেন্টিনা ১-০ গোলে জিতে নেয়। ম্যাচে একমাত্র গোলটি করেন ইন্টারমিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। তাকে বলটি বানিয়ে দেন ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতানো তারকা ফুটবলার লিওনেল মেসি। আর এই গোলটি বানিয়ে দিয়েই বিশ্বরেকর্ড গড়েছেন মেসি।
পেরুর বিপক্ষে ম্যাচে লাউতারো মার্টিনেজের গোলের অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড স্পর্শ করলেন মেসি। এই কীর্তি যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানের সঙ্গে যৌথভাবে শীর্ষে নিয়ে এসেছে তাকে। এই রেকর্ডটি করতে মেসি খেলেছেন ১৯১টি ম্যাচ। অন্যদিকে ডনোভান করেছিলেন ১৫৭ ম্যাচে।
Comments