শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
Friday, 18 October, 2024

বাংলাদেশকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে গেল ভারত

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  06 Oct 2024, 23:51
বাংলাদেশকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে গেল ভারত....................................ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন কাছে পাত্তা পায়নি শান্ত-লিটনরা। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারত।

রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ৪৯ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসন। কিন্তু ৭ বলে ১৬ রান করে রান আউট হন অভিষেক। এরপর ব্যাটিংয়ে এসে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন সূর্যকুমার যাদব।

দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটতে থাকে ভারত। ১৪ বলে ২৯ রান করে ভারতীয় অধিনায়ক আউট হলেও, ১৯ বল খেলে ২৯ রান করে তাকে সঙ্গ দেন স্যামসন। এরপর দলের হাল ধরেন নিতিশ কুমার রেড্ডি এবং হার্দিক পান্ডিয়া।

শেষ পর্যন্ত নিতিশ কুমারের ১৬ রান এবং হার্দিক পান্ডিয়ার ১৬ বলে ৩৯ রানের মারকুটে ইনিংসে ভর করে ৪৯ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ একটি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। লিটন কুমার ৪ রান এবং ৯ বলে ৮ রান করে আউট হন আরেক ওপেনার পারভেজ ইমন। এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন অধিনায়ক শান্ত।

দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে রান তুলেছে বাংলাদেশ। কিন্তু ১৮ বলে ১২ রান ক্যাচ আউট হন হৃদয়। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মাহমুদউল্লাহও। ১ রান করে আউট হন তিনি। এরপর ৬ বলে ৮ রান করে জাকের আলি অনিক আউট হলে দলীয় ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

এরপর ২৫ বলে ২৭ রান শান্ত আউট হলে দলের হাল ধরেন মিরাজ। কিন্তু অপর প্রান্ত থেকে রিশাদ (১১), তাসকিন (১২), শরিফুল (০) এবং মোস্তাফিজ ১ রান আউট হলে ১ বলে হাতে থাকতেই ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে ৩২ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন মিরাজ।

Comments

  • Latest
  • Popular

‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী আর নেই

বাতিল হচ্ছে জাতীয় আট দিবস

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

সিন্ডিকেটের মূলহোতাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হবে: উপদেষ্টা

আমু, কামরুল ও দুই পৌর মেয়রের সম্পদ অনুসন্ধানে দুদক

শনিবার আরও কিছু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা

রাখাইনে বাস্তুচ্যুতদের জন্য জাতিসংঘের গ্র্যান্টেড নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ–চীন সম্পর্ক: প্রতিরক্ষা ও অর্থনীতিতে মনোযোগ সরকারের

১০
ছাত্র আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন সাকিব
অবশেষে নীরবতা ভাঙলেন সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে
টি-টোয়েন্টিকে গুডবাই জানালেন মাহমুদউল্লাহ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লিতে সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা
‘দেশের মাঠেই হতে পারে সাকিবের অবসর’
চলতি মাসেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজে
১২৭ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'