শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
Friday, 27 December, 2024

ব্রুনাইয়ে বাংলাদেশ খাদ্য ও সংস্কৃতি উৎসব

  05 Dec 2022, 23:53

ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার (৪ ডিসেম্বর) ‘বাংলাদেশ খাদ্য ও সংস্কৃতি উৎসব ২০২২’ উদযাপন করা হয়। ব্রুনাইস্থ বাংলাদেশ দূতাবাস ও ব্রুনাই ফুড এওয়ার্ডস এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই উৎসবে দেশীয় খাদ্য পরিবেশন করে বাংলাদেশ কমিউনিটির একাধিক রেস্তোরাঁ।

বন্দর সেরি বেগাওয়ান অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সোমবার জানিয়েছে, এই উৎসবের প্রথম পর্ব 'বাংলাদেশ স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল' এই শিরোনামে অনুষ্ঠিত হয় বন্দর সেরি বেগওয়ানে ডি’গ্রিন সিলেট রেস্তোরাঁয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ইয়াং মূলিয়া দায়াং হাজাহ তুতিয়াতি বিনতি হাজি আব্দুল ওয়াহাব। 


এছড়াও উপস্থিত ছিলেন ব্রুনাইয়ে ভারতের রাষ্ট্রদূত অলোক অমিতাভ দিমরি, তিমুর লেস্তের রাষ্ট্রদূত এবেল গুতেরেস এবং ‘ব্রুনাই ফুড এওয়ার্ডস’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাজী নাসির লতিফ। স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল এ মোট ৭টি বাংলাদেশের রেস্তোরাঁ তাদের নিজ নিজ বিশেষ খাবার নিয়ে অংশগ্রহণ করে। বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা, প্রধান অতিথি, ভারত ও তিমুর লেস্তের রাষ্ট্রদূত, ও ব্রুনাই ফুড এওয়ার্ডস এর সিইও হাজি নাসির এই ৭টি রেস্তোরাঁর সিগনেচার ডিশগুলির স্বাদ গ্রহণ করেন এবং বিচার করে স্কোর প্রদান করেন।

একই দিন বিকালে ব্রুনাইয়ের হোটেল রেডিসনে ‘বাংলাদেশ খাদ্য ও সংস্কৃতি উৎসব ২০২২’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ব্রুনাইয়ের এটর্নি জেনারেল ইয়াং বেরহরমাত দাতো সেরি পাদুকা হাজি আহমেদ বিন পেহিন ওরাং কায়া লায়লা সেতিয়া বাক্তি ডি রাজা দাতো লায়লা উতমা হাজী আওয়াং ইসা, যিনি রিবন কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানের এই পর্বে আরও উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, যুক্তরাষ্ট্র, ভারত, ভিয়েতনাম, তুরস্ক, ইরান, জাপান, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, থাইল্যান্ড, পাকিস্তান, তিমুর লেস্তের রাষ্ট্রদূতসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

বাংলাদেশ খাদ্য ও সংস্কৃতি উৎসব এর বিজ্ঞ বিচারকেরা ডি'গ্রীন সিলেট রেস্তোরাঁকে তাদের ‘বিফ বিরিয়ানি'র জন্য 'দ্যা বেস্ট ডিশ এওয়ার্ড’ প্রদান করেন। 'মিতা ও মেহেদী' রেস্তোরাঁ তাদের বিশেষ মিষ্টির জন্য দ্বিতীয় পুরুস্কারে ভূষিত হয়। আর তৃতীয় পুরস্কার যৌথভাবে গ্রহণ করে শান্তিনূর রেস্তোরাঁ (কাতল মাছের ঝোল) এবং বৈশাখী রেস্তোরাঁ (সরিষা ইলিশ)।

Comments

  • Latest
  • Popular

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

ঢাকায় দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত

সচিবালয়ে লাগা আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন

সচিবালয়ে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপিত

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির

প্রকৌশলী আশরাফ ইসলামের নামে নির্মিত ইউনিভার্সিটির ভবন উদ্বোধন

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় ভার্মার

ধর্মীয় শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা

১০
প্রবাসীদের বসবাসের জন্য সবচেয়ে সাশ্রয়ী ১০ দেশ
কখনো কি মনে হয়েছে ব্যাগ গুছিয়ে নতুন একটি দেশে পাড়ি জমাবেন? সেখানে বসবাস শুরু করবেন?
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন চীনের রাষ্ট্রদূত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের
মিয়ানমারে বিমান হামলায় নিহত কমপক্ষে ৫০
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানে বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত
বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি শিগগিরই: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি (পিটিএ) খুব শিগগিরই সম্পাদিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'