শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
Friday, 04 April, 2025

সিপিসি’র সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শিকে প্রধানমন্ত্রী’র অভিনন্দন

  24 Oct 2022, 01:06

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

শি জিনপিংয়ের কাছে পাঠানো একটি চিঠিতে তিনি লিখেছেন: ‘আপনার পুনঃনির্বাচন নিঃসন্দেহে আপনার দক্ষ নেতৃত্ব, সাফল্য ও দৃষ্টিভঙ্গির জন্য আপনার ওপর চীনের জনগণের এবং সিপিসির আস্থা ও বিশ্বাসের উপযুক্ত স্বীকৃতি।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমি সিপিসির ২০ তম কংগ্রেসের সফল সমাপ্তির জন্যও আমার আন্তরিক অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট শি ২০১২ সালে প্রথমবার সিপিসির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হওয়ার পর নির্ধারিত সিপিসির প্রথম শতবর্ষের লক্ষ্য- ২০২০ সালের মধ্যে একটি মাঝারি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা- বাস্তবায়ন বাংলাদেশ অত্যন্ত অনুরাগের সাথে পর্যবেক্ষণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘উদ্ভাবন, অর্থনৈতিক নীতি, জন-কেন্দ্রিক উন্নয়ন দর্শন এবং বহু-ক্ষেত্রগত সংস্কারের মাধ্যমে সর্বক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার দিকে চীনকে একটি নতুন যাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আপনার সংকল্প ও নির্দেশনার প্রশংসা করি।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা অংশীদারিত্বমূলক ভবিষ্যত সম্প্রদায় গড়ে তুলতে আপনার প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন আকাক্সক্ষার প্রতি আপনার অব্যাহত সমর্থনের প্রশংসা করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি আপনি এই চ্যালেঞ্জিং সময়ে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আরও অবদান রাখবেন।’
শেখ হাসিনা ২০১৬ সালের অক্টোবরে শি’র ঐতিহাসিক বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।
তিনি বলেন, এই সফরটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরের’ সফর হিসেবে চিহ্নিত হয়েছে।
তিনি ২০১৯ সালে তার চীন সফরের কথাও স্মরণ করেন, যখন তিনি চীনা প্রেসিডেন্টের সাথে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধি করতে দুই দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার করতে এবং এ অঞ্চল ও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার জন্য উন্মুখ। 
শেখ হাসিনা শি জিনপিংয়ের অব্যাহত সাফল্য ও সুস্বাস্থ্য এবং আগামী দিনে সকল সিপিসি সদস্য ও প্রতিনিধির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Comments

  • Latest
  • Popular

ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আগামীকাল

বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর ও ফলাফলমুখী ‘বিমসটেক’-এর ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন

শুল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন: ট্রাম্প

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

ইউনূস-মোদির বৈঠক হচ্ছে ব্যাংককে

মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের টেলিকনফারেন্স

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার

১০
মিয়ানমারে গেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল
ভূমিকম্প-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দলকে মিয়ানমারে
শক্তিশালী ভূমিকম্প / মিয়ানমারে আরও ১৫ টন ত্রাণসহায়তা পাঠাল ঢাকা
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সশস্ত্র বাহিনীর মাধ্যমে আরও ১৫ টন ত্রাণসহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল
মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে উদ্ধারকাজে সহায়তা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি দল রোববার
যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল থাই দূতাবাস
থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাত্রার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'