শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
Friday, 04 April, 2025

বাংলাদেশের নৌপরিবহন খাতে বিনিয়োগের আশ্বাস সৌদির

  14 Oct 2022, 23:17

বাংলাদেশের যেকোনো সুসংবাদ সৌদি আরবের জন‍্য আনন্দের বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও লজিস্টিকস সার্ভিসেস-বিষয়ক মন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের আলজাসের। যোগাযোগমন্ত্রী সম্প্রতি রিয়াদে তাঁর কার্যালয়ে সফররত বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আনন্দের কথা জানান।

এ সময় বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পরিক সহায়তা এবং সৌদি আরব থেকে এই খাতে বিনিয়োগ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সৌদি যোগাযোগমন্ত্রী দুই দেশের মধ‍্যে পাঁচ দশক ধরে চলে আসা অত্যন্ত সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘এই সুসম্পর্ককে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার মাধ্যম হলো বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো।’ তিনি সৌদি আরবের ভিশন-২০৩০ উল্লেখ করে বলেন, ‘ভিশন-২০৩০-এর আওতায় এ দেশের পরিবহন সেক্টরের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এবং সেই কর্মকৌশলের আলোকে সে দেশের যোগাযোগ খাতে কাজ হচ্ছে।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতেই সে দেশের যোগাযোগমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। গত নভেম্বরে সৌদি যোগাযোগমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল, পায়রা সমুদ্রবন্দর ও অন্যান্য খাতে বিনিয়োগে সৌদি আরবের সহায়তা কামনা করেন। বাংলাদেশে এসব খাতে বিনিয়োগের বিষয়টি যৌথভাবে কাজ করার আশ্বাসের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে নৌপরিবহন প্রতিমন্ত্রী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এবং সৌদি আরবের প্রতিনিধিদলে যোগাযোগমন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মনসুর আল তার্কি, সৌদি বন্দর কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ওমর হাইদি, সৌদি পাবলিক ইনভেস্টমেন্টের বকর আল মোহাম্মদ এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আমের এ আলী রেজা উপস্থিত ছিলেন।

Comments

  • Latest
  • Popular

ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আগামীকাল

বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর ও ফলাফলমুখী ‘বিমসটেক’-এর ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন

শুল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন: ট্রাম্প

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

ইউনূস-মোদির বৈঠক হচ্ছে ব্যাংককে

মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের টেলিকনফারেন্স

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার

১০
মিয়ানমারে গেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল
ভূমিকম্প-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দলকে মিয়ানমারে
শক্তিশালী ভূমিকম্প / মিয়ানমারে আরও ১৫ টন ত্রাণসহায়তা পাঠাল ঢাকা
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সশস্ত্র বাহিনীর মাধ্যমে আরও ১৫ টন ত্রাণসহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল
মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে উদ্ধারকাজে সহায়তা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি দল রোববার
যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল থাই দূতাবাস
থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাত্রার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'