শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
Friday, 04 April, 2025

ব্রুনাই সুলতানের সফরে ৩ চুক্তি-সমঝোতা সই হবে

  14 Oct 2022, 23:15

বিশ্বে শান্তির আবাস হিসেবে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বল্কিয়াহ শনিবার দুপুরে দুইদিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরে দুইপক্ষের মধ্যে সরাসরি বিমান চলাচল, জনশক্তি রফতানি ও নাবিকদের সনদ দেওয়ার বিষয়ে ৩টি চুক্তি ও সমাঝোতা স্মারক সই হবে। তবে শেষ পর্যন্ত চুক্তি ও সমাঝোতা স্মারক সইয়ের সংখ্যা বাড়তে পারে। এছাড়া জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও আসিয়ানের “সেক্টরাল ডায়লগ পার্টনার” হওয়ার বিষয়টি এই সফরে অধিক গুরুত্ব পাবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বল্কিয়াহ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করছেন। সুলতানের এই সফরটি বাংলাদেশে ব্রুনেইয়ের রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সফর। এই সফরটি গত ২০২০ সালের এপ্রিলে চূড়ান্ত করা হলেও করোনা মহামারির কারনে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। ব্রুনাই সুলতানের নেতৃত্বে ব্রুনাই প্রতিনিধি দলে রাজপরিবারের একাধিক সদস্য, ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।


সুলতানের সফর-সূচি থেকে জানা গেছে, সুলতান হাজি হাসানাল বল্কিয়াহকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দুপুরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরবর্তীতে তাকে ২১ বার তপোধ্বনিসহ গার্ড অব অনার প্রদান এবং লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। বিমান বন্দর থেকে সুলতান সাভার জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার সন্ধ্যায় সফররত সুলতান হাজি হাসানাল বল্কিয়াহয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবন যাবেন সুলতান হাজি হাসানাল বল্কিয়াহ। সেখানে তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন। সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন সফররত সুলতান হাজি হাসানাল বল্কিয়াহ। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করবেন ব্রুনাইয়ের সুলতান। 

রোরবার দুপুরে ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন সফররত সুলতান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সুলতান এবং দুইপক্ষের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর দুইপক্ষের মধ্যে ৩টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ স্বাক্ষর করার হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হচ্ছে— দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটেরে স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক সই। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, শেষ পর্যন্ত সুলতানের ইচ্ছায় দুইপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সংখ্যা বাড়তে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিগত এক দশকে ব্রুনয়ের সাথে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, মানবসম্পদ উন্নয়নসহ নানাবিধ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। ব্রুনাই তাদের ‘‘ভিশন ২০৩৫’’-এর আওতায় নেওয়া উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনীতির বহুমুখীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য সেবা ও জ্বালানি ইত্যাদি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। জ্বালানি সম্পদে সমৃদ্ধ উচ্চ আয়ের দেশ ব্রুনাইয়ের সাথে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থাপনের মধ্যে দিয়ে দেই দেশই লাভবান হতে পারে। সন্ত্রাসবাদ ও চরমপন্থা, মাদক ও মানব পাচার, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়নসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ ও ব্রুনাই এক ও অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে এবং জাতিসংঘ, কমনওয়েলথসহ বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধানমন্ত্রী এবং সুলতানের মধ্যে অধিকতর মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও এ সফর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও আসিয়ান এর “সেক্টরাল ডায়লগ পার্টনার” হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।


এর আগে, ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বল্কিয়াহ এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১৯ সালের ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন। ওই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আলোচনার পাশাপাশি ছয়টি (৬টি) সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

Comments

  • Latest
  • Popular

ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আগামীকাল

বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর ও ফলাফলমুখী ‘বিমসটেক’-এর ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন

শুল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন: ট্রাম্প

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

ইউনূস-মোদির বৈঠক হচ্ছে ব্যাংককে

মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের টেলিকনফারেন্স

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার

১০
মিয়ানমারে গেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল
ভূমিকম্প-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দলকে মিয়ানমারে
শক্তিশালী ভূমিকম্প / মিয়ানমারে আরও ১৫ টন ত্রাণসহায়তা পাঠাল ঢাকা
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সশস্ত্র বাহিনীর মাধ্যমে আরও ১৫ টন ত্রাণসহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল
মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে উদ্ধারকাজে সহায়তা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি দল রোববার
যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল থাই দূতাবাস
থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাত্রার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'