শুক্রবার, ০৯ মে, ২০২৫
Friday, 09 May, 2025

পঞ্চগড় সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাডিপ্লোমেটডটকম
  10 Mar 2025, 21:33
বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ। সোমবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ি শূন্যরেখায় ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আল আমিন (৩৬) নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।
আজ সোমবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ি শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের শিলিগুড়ি সেক্টরের কমান্ডার পি কে শিং। এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজাসহ বিজিবি-বিএসএফের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাত তিনটার পর পঞ্চগড় সদর উপজেলার ভেতরগড় সীমান্তে ৭৪৪ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব–পিলার–সংলগ্ন এলাকার ওপারে ভারতের ভাটপাড়ায় কাঁটাতারের বেড়ার লিংক রোড–সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন নাগরিক আল আমিন। পরে লাশটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে। তিনি সীমান্তে চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার পর দিন শনিবার বেলা ১১টার দিকে ওই সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে, গরু নিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে আসার সময় বিএসএফ বাধা দিলে তাঁরা বিএসএফের ওপর আক্রমণ করেন। এ সময় বিএসএফ সদস্যরাও আহত হয়েছেন। পরে আত্মরক্ষার্থে গুলি চালালে ওই ব্যক্তি মারা যান বলে দাবি বিএসএফের।
আজ বিএসএফের সঙ্গে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সৌজন্য সাক্ষাতে বিএসএফকে বাংলাদেশি যুবককে হত্যার জন্য কঠোরভাবে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিএসএফ সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে, যা অপ্রত্যাশিত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বিএসএফ জানিয়েছে, বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এজন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিএসএফ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে বৈঠকে তারা আশ্বস্ত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবির পক্ষ থেকে নিহত ব্যক্তির লাশ দ্রুত ফেরত চাওয়া হলে বিএসএফ তাঁদের দেশি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ-বাংলাদেশি পুলিশের মাধ্যমে লাশ ফেরত দেবে বলে জানিয়েছে।

Comments

  • Latest
  • Popular

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা হাসনাতের

আইভীর বহনকারী পুলিশের গাড়িতে হামলা

পাইলট আটকের দাবি ভারতের, প্রমাণ চাইলো পাকিস্তান

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বৃদ্ধি

প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চলছে

গ্রেফতার হলেন সেলিনা হায়াৎ আইভী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারত: ইরানকে জয়শঙ্কর

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ড গেছেন

১০
ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক নয়: খলিলুর রহমান
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, ‘ভারত
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা / দিল্লি না চাইলে আগবাড়িয়ে কিছু বলার প্রয়োজন দেখছে না বাংলাদেশ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায়। এখানে কোনো সংঘাত হোক,
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে
ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয়
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'