বুধবার, ১২ মার্চ, ২০২৫
Wednesday, 12 March, 2025

ভারত-বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক ‘অত্যন্ত শক্তিশালী’, উদ্বেগও আছে: ভারতের সেনাপ্রধান

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক
  10 Mar 2025, 00:29
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ফাইল ছবি: এএনআই

বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক এই মুহূর্তে ‘অত্যন্ত শক্তিশালী’ বলে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে তিনি বলেছেন, ভারতের আশপাশে তার কোনো প্রতিবেশীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে সেটা তার জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়।
শনিবার ভারতের ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জেনারেল দ্বিবেদী। ওই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘বাংলাদেশের সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে আমি বলব, এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানানোর জন্য যথেষ্ট সময় এখনো হয়নি। আগে একটি নির্বাচিত সরকার আসুক, তারপর দেখা যাক সম্পর্ক কোনো দিকে যায়। তারপর দেখা যাবে কী করা যায়।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার কাছে যদি জানতে চাওয়া হয় তাহলে আমি বলব, বর্তমানে (ভারতের) সেনাবাহিনীর সঙ্গে (বাংলাদেশের) সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমরা নিয়মিত নিজেদের মধ্যে নোটস আদান–প্রদান করি (অর্থাৎ কথাবার্তা চালাই)। এটা এই কারণে করা হয়, যাতে (কোনো বিষয়ে) সন্দেহের কোনো অবকাশ না থাকে।’
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে
এরপর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতির প্রশ্নে ভারতের সেনাপ্রধান বলেন, ‘আপনি (সাংবাদিক) বলেছেন আমাদের পশ্চিমের প্রতিবেশী (পাকিস্তান) এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা এবং একধরনের সম্পর্ক নিয়ে। সে বিষয়ে আমার মতামত হচ্ছে, আমি যেহেতু বলেছি যে সন্ত্রাসবাদের কেন্দ্রে একটি নির্দিষ্ট দেশ (এখানে পাকিস্তানকে বোঝানো হচ্ছে) রয়েছে এবং যদি তাদের আমার কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে আমার উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। কারণ, সন্ত্রাসবাদের যে শিকড় রয়েছে, সেই শিকড় সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে এটাই আমার সবচেয়ে বড় উদ্বেগ।’
ভারতের সেনাপ্রধান দেশের সীমান্ত সুরক্ষিত করার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের সীমান্ত বেশ কিছু দেশের সঙ্গে রয়েছে। ফলে আমাদের সক্ষমতার প্রশ্ন যখন উঠবে, তখন সেটাই হবে আমাদের সক্ষমতা, যা আমাদের প্রতিবেশীর সক্ষমতার সঙ্গে লড়াই করতে সক্ষম হবে। এর জন্য একটি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।’
চীন-পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে
সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের মধ্যে সম্পর্কের বেশ উন্নতি হলেও চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উদ্বিগ্ন জেনারেল দ্বিবেদী। চীন ও পাকিস্তানের মধ্যে উন্নত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল দ্বিবেদী স্পষ্ট জানান যে তাদের মধ্যে ‘উচ্চমাত্রার যোগসাজস রয়েছে’।
ভারতের সেনাপ্রধান বলেন, ‘আমাদের স্পষ্টভাবে এটা বুঝতে হবে যে (তাদের মধ্যে) উচ্চমাত্রার যোগসাজস রয়েছে। এটা আমাদের স্বীকার করতে হবে। ভার্চ্যুয়াল ক্ষেত্রের কথা যদি বলা যায় তাহলে আমি বলব ১০০ শতাংশ (যোগসাজস) রয়েছে। বাস্তবিক স্তরে আমি বলব, যে অস্ত্রশস্ত্র আসছে তা চীনে তৈরি।’ জেনারেল দ্বিবেদীর ব্যাখ্যায়, এর অর্থ ভারতের জন্য ‘দুটি ফ্রন্ট’ বা সীমান্তে উদ্বেগের কারণ রয়েছে। এখানে ‘দুটি ফ্রন্ট’ বলতে পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্তকে বোঝানো হয়েছে।
লাদাখে ভারতের সঙ্গে চীনের সেনাবাহিনীর সদস্যদের মুখোমুখি লড়াইয়ের ফলে ২০২০ সালে ভারতের সেনাবাহিনীর বেশ কিছু সদস্য মারা যান। এর পরে ২০২১ সালে তৎকালীন সেনাপ্রধান এম এম নারাভানেও বলেছিলেন, চীন ও পাকিস্তানের মধ্যে ‘যোগসাজসের হুমকি উড়িয়ে দেওয়া যায় না’।
ভারতের সেনাপ্রধান আরও বলেন, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক কোন পথে এগোবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ভারত সরকার এবং সেনাবাহিনীকে যা করতে বলা হবে, তারা তাই করবে। দুই দেশের সম্পর্ক যে এই মুহূর্তে ভালো, সে ইঙ্গিতও দেন জেনারেল দ্বিবেদী।

Comments

  • Latest
  • Popular

যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল থাই দূতাবাস

দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল

ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের

যুদ্ধ বন্ধে সৌদি আরবে বৈঠকে যুক্তরাষ্ট্র-ইউক্রেন

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল, এবারের চূড়ান্ত তালিকায় নেই এম এ জি ওসমানী

হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ পরিবারের ১২৪ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

গণ-অভ্যুত্থানের পর ঢাকা-বেইজিং সম্পর্ককে ইতিবাচক দেখছে ৭৬% উত্তরদাতা

গণ–অভ্যুত্থানে পটপরিবর্তন বাংলাদেশের জন্য সুযোগ এনে দিয়েছে

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন জেলেনস্কি

ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করছে ট্রাম্প প্রশাসন

১০
পঞ্চগড় সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ
পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আল আমিন (৩৬) নিহত হওয়ার
জয়সোয়ালের ব্রিফিং / এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত
ভারত বাংলাদেশ সরকারকে আরও একবার মনে করিয়ে দিল, তারা চায় সে দেশের সরকার সংখ্যালঘুদের ওপর
বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয়সহ বাংলাদেশ
 আঞ্চলিক গতিশীলতার পুনর্বিবেচনা: অসম দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পথ চলা
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। দীর্ঘদিনের বিভাজন, দ্বন্দ্ব আর
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'