বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
Thursday, 03 July, 2025

ভারত-বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক ‘অত্যন্ত শক্তিশালী’, উদ্বেগও আছে: ভারতের সেনাপ্রধান

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক
  10 Mar 2025, 00:29
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ফাইল ছবি: এএনআই

বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক এই মুহূর্তে ‘অত্যন্ত শক্তিশালী’ বলে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে তিনি বলেছেন, ভারতের আশপাশে তার কোনো প্রতিবেশীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে সেটা তার জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়।
শনিবার ভারতের ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জেনারেল দ্বিবেদী। ওই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘বাংলাদেশের সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে আমি বলব, এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানানোর জন্য যথেষ্ট সময় এখনো হয়নি। আগে একটি নির্বাচিত সরকার আসুক, তারপর দেখা যাক সম্পর্ক কোনো দিকে যায়। তারপর দেখা যাবে কী করা যায়।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার কাছে যদি জানতে চাওয়া হয় তাহলে আমি বলব, বর্তমানে (ভারতের) সেনাবাহিনীর সঙ্গে (বাংলাদেশের) সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমরা নিয়মিত নিজেদের মধ্যে নোটস আদান–প্রদান করি (অর্থাৎ কথাবার্তা চালাই)। এটা এই কারণে করা হয়, যাতে (কোনো বিষয়ে) সন্দেহের কোনো অবকাশ না থাকে।’
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে
এরপর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতির প্রশ্নে ভারতের সেনাপ্রধান বলেন, ‘আপনি (সাংবাদিক) বলেছেন আমাদের পশ্চিমের প্রতিবেশী (পাকিস্তান) এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা এবং একধরনের সম্পর্ক নিয়ে। সে বিষয়ে আমার মতামত হচ্ছে, আমি যেহেতু বলেছি যে সন্ত্রাসবাদের কেন্দ্রে একটি নির্দিষ্ট দেশ (এখানে পাকিস্তানকে বোঝানো হচ্ছে) রয়েছে এবং যদি তাদের আমার কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে আমার উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। কারণ, সন্ত্রাসবাদের যে শিকড় রয়েছে, সেই শিকড় সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে এটাই আমার সবচেয়ে বড় উদ্বেগ।’
ভারতের সেনাপ্রধান দেশের সীমান্ত সুরক্ষিত করার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের সীমান্ত বেশ কিছু দেশের সঙ্গে রয়েছে। ফলে আমাদের সক্ষমতার প্রশ্ন যখন উঠবে, তখন সেটাই হবে আমাদের সক্ষমতা, যা আমাদের প্রতিবেশীর সক্ষমতার সঙ্গে লড়াই করতে সক্ষম হবে। এর জন্য একটি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।’
চীন-পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে
সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের মধ্যে সম্পর্কের বেশ উন্নতি হলেও চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উদ্বিগ্ন জেনারেল দ্বিবেদী। চীন ও পাকিস্তানের মধ্যে উন্নত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল দ্বিবেদী স্পষ্ট জানান যে তাদের মধ্যে ‘উচ্চমাত্রার যোগসাজস রয়েছে’।
ভারতের সেনাপ্রধান বলেন, ‘আমাদের স্পষ্টভাবে এটা বুঝতে হবে যে (তাদের মধ্যে) উচ্চমাত্রার যোগসাজস রয়েছে। এটা আমাদের স্বীকার করতে হবে। ভার্চ্যুয়াল ক্ষেত্রের কথা যদি বলা যায় তাহলে আমি বলব ১০০ শতাংশ (যোগসাজস) রয়েছে। বাস্তবিক স্তরে আমি বলব, যে অস্ত্রশস্ত্র আসছে তা চীনে তৈরি।’ জেনারেল দ্বিবেদীর ব্যাখ্যায়, এর অর্থ ভারতের জন্য ‘দুটি ফ্রন্ট’ বা সীমান্তে উদ্বেগের কারণ রয়েছে। এখানে ‘দুটি ফ্রন্ট’ বলতে পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্তকে বোঝানো হয়েছে।
লাদাখে ভারতের সঙ্গে চীনের সেনাবাহিনীর সদস্যদের মুখোমুখি লড়াইয়ের ফলে ২০২০ সালে ভারতের সেনাবাহিনীর বেশ কিছু সদস্য মারা যান। এর পরে ২০২১ সালে তৎকালীন সেনাপ্রধান এম এম নারাভানেও বলেছিলেন, চীন ও পাকিস্তানের মধ্যে ‘যোগসাজসের হুমকি উড়িয়ে দেওয়া যায় না’।
ভারতের সেনাপ্রধান আরও বলেন, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক কোন পথে এগোবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ভারত সরকার এবং সেনাবাহিনীকে যা করতে বলা হবে, তারা তাই করবে। দুই দেশের সম্পর্ক যে এই মুহূর্তে ভালো, সে ইঙ্গিতও দেন জেনারেল দ্বিবেদী।

Comments

  • Latest
  • Popular

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

ঢাকা ছাড়ার আগে স্ত্রীকে যাত্রী সাজিয়ে চালকের আসনে জার্মান দূত

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

৪০ বছর ধরে ক্ষমতায় থাকা উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়াইয়ের ঘোষণা মুসোভেনির

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারতের সংসদ সদস্যরা

‘সন্ত্রাসবাদে জড়িত’ অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বর্ণীল আয়োজনে 'বাংলাদেশ উৎসব'  উদযাপন

আমরা কোনো জোট করছি না: পররাষ্ট্র উপদেষ্টা

১০
চার বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় / বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারতের সংসদ সদস্যরা
ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি ও সংসদ সদস্যদের সঙ্গে দেশটির শীর্ষস্থানীয় চারজন বিশেষজ্ঞের বিশেষ মতবিনিময়
ইউনূস-মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও
ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের নতুন হাইকমিশনারের
ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে
শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিধি মেনে ফেরানোর সুযোগ আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'