শুক্রবার, ০৯ মে, ২০২৫
Friday, 09 May, 2025
আরএসএফের বিবৃতি

বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংস হামলা বাড়ছে, সরকারকে পদক্ষেপ নিতে হবে

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক
  17 Feb 2025, 00:18

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে উল্লেখ করে তা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সংগঠনটি বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আশা দেখা দিয়েছিল যে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে অগ্রগতি হবে। কিন্তু সাংবাদিকেরা এখনো অরক্ষিত রয়ে গেছেন। তাঁদের ওপর নিয়মিতই হামলার ঘটনা ঘটছে।
আরএসএফ ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলেছে, চলতি ফেব্রুয়ারির শুরু থেকে বাংলাদেশে সাংবাদিকদের ওপর গুরুতর হামলা বেড়েই চলেছে। পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতা-কর্মী ও সমর্থকেরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন। তাঁদের লাঠিপেটা ও হাতুড়িপেটা করা হয়েছে। কোনো কোনো গণমাধ্যমের বার্তাকক্ষও আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে সতর্ক করে প্যারিসভিত্তিক সংগঠনটি বলেছে, ‘এসব ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে আরএসএফের বিবৃতিতে। এর মধ্যে চট্টগ্রামে ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রতিদিনের কার্যালয়ে কয়েক শ ব্যক্তির হামলার চেষ্টার বিষয়টি এসেছে। শরীয়তপুরের একটি ক্লিনিক নিয়ে প্রতিবেদন করায় ৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি সোহাগ খানকে হাতুড়িপেটা ও তাঁকে ছুরিকাঘাতের বিষয়টিও এসেছে আরএসএফের বিবৃতিতে।
এরপর ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের জাভেদ আখতারের ওপর বিএনপির প্রায় ২০ জন সমর্থকের হামলার বিষয়টি তুলে ধরেছে আরএসএফ। সংগঠনটি বলছে, তাঁকে সহযোগিতা করতে এলে আরও দুই সাংবাদিকের ওপর হামলা হয়। পরদিন ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় কয়েকজন সাংবাদিকের ওপর বিক্ষোভকারীদের হামলার বিষয়টিও এসেছে বিবৃতিতে।
আরএসএফ বলছে, সাংবাদিকদের ওপর পুলিশও সহিংস হামলা চালাচ্ছে। ৯ ফেব্রুয়ারি ছয় সাংবাদিকের ওপর পুলিশের হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ঢাকায় ছাত্রদের একটি বিক্ষোভে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ ওই ছয় সাংবাদিকদের ওপর হামলা চালায়। দাঙ্গা পুলিশের সদস্যরা তাঁদের লাথি দেন এবং লাঠিপেটা করেন। এ ঘটনায় আহত সাংবাদিকেরা বলেছেন, পরিচয়পত্র দেখানোর পরও তাঁদের ওপর হামলা হয়।
আরএসএফের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেস্কের প্রধান সিলিয়া মার্শিয়ে বিবৃতিতে বলেছেন, ‘বিগত কয়েক দিনে বাংলাদেশে সাংবাদিকদের ওপর একের পর এক গুরুতর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশটিতে উদ্বেগজনকভাবে গণমাধ্যমের ওপর সহিংসতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নতির আশা করা হলেও সাংবাদিকেরা অরক্ষিত রয়ে গেছেন।’
সিলিয়া মার্শিয়ে আরও বলেন, ‘দায়িত্ব পালনরত অবস্থায় তাঁদের (সাংবাদিকদের) আক্রমণ করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশের কারণে প্রতিশোধমূলক শারীরিক হেনস্তার শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। এ ছাড়া বিক্ষোভকারীরা বার্তাকক্ষ আক্রমণ করছে। এসব হামলার জন্য দায়ী সবাইকে বিচারের মুখোমুখি করা এবং এ ধরনের সহিংসতা বন্ধ ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে আরএসএফ।’
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদনের বিষয়ে সরকারের বক্তব্য জানতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজ রোববার প্রথম আলোকে বলেন, সংগঠনটির এ বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সাংবাদিকদের অধিকার হরণ করেছে। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর ব্যক্তিগত পর্যায়ে কিছু ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিটি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যাতে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করতে না পারে, সে জন্য সরকার কাজ করছে। কেউ যদি সাংবাদিকদের বাধা বা আঘাত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

  • Latest
  • Popular

নারায়ণগঞ্জে গণ–অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র আইভী কারাগারে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা হাসনাতের

আইভীর বহনকারী পুলিশের গাড়িতে হামলা

পাইলট আটকের দাবি ভারতের, প্রমাণ চাইলো পাকিস্তান

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বৃদ্ধি

প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চলছে

গ্রেফতার হলেন সেলিনা হায়াৎ আইভী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারত: ইরানকে জয়শঙ্কর

১০
নারায়ণগঞ্জে গণ–অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র আইভী কারাগারে
জুলাই গণ–অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পোশাকশ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি
অধ্যাদেশের খসড়া / সাংবাদিক হয়রানিতে জেল জরিমানা
জেল ও জরিমানার বিধান রেখে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ’ নামে নতুন বিধান প্রণয়ন করছে অন্তর্বর্তীকালীন
সাগর-রুনি হত্যাকাণ্ডে দুইজন অংশ নেয়: টাস্কফোর্সের প্রতিবেদন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নষ্ট এবং ডিএনএ নমুনা অস্পষ্ট
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২ মে) বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'