প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো, তা ছিল ‘জালিয়াতি’। শেখ হাসিনা দাবি করেছিলেন প্রবৃদ্ধিতে সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। একই সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তাঁর নেই।
সুইজারল্যান্ডের দাভোস শহরে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অধ্যাপক ইউনূসও এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ‘তিনি (হাসিনা) দাভোসে এসে দেশ কীভাবে চালাতে হয়, সে কথা সবাইকে বলেছিলেন। কেউ তখন প্রশ্ন করেননি। এটা মোটেও কোনো ভালো বিশ্বব্যবস্থা নয়।’
শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এটা যে ঘটেছে, এর জন্য পুরো বিশ্ব দায়ী। তবে এটা বিশ্বের জন্য একটি শিক্ষা।’ প্রবৃদ্ধি নিয়ে হাসিনার একটি মন্তব্যের উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘তিনি (হাসিনা) বলেছিলেন, আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবার চেয়ে বেশি। এটা একেবারে জালিয়াতি।’
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে শেখ হাসিনা সরকারের দাবিকে জালিয়াতি বললেও এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এ প্রসঙ্গে বলতে গিয়ে বৃহৎ পরিসরে ও দেশের সব মানুষের জীবনমানের উন্নতির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্বের বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি বলেন, দেশের মানুষের মধ্যে বিদ্যমান সম্পদের বৈষম্য কমানো প্রয়োজন।
অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতির তুলনা করতে চান না উল্লেখ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার খুব একটা পক্ষে নই। আমি চাই একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান। আর এ কারণেই আমি এমন অর্থনীতি চাই, যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়।’ ভারতের প্রতিদ্বন্দ্বী চীনকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ব্যক্তিগতভাবে তাঁকে খুব পীড়া দেয়।
Comments