রোববার, ২০ এপ্রিল, ২০২৫
Sunday, 20 April, 2025

অন্তর্বর্তী সরকারকে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে: সিপিজে

সিপিজের তথ্যমতে, ২০২৪ সালে সাংবাদিকদের কারাবন্দী করার দিক দিয়ে শীর্ষে রয়েছে চীন (৫০ জন)। এরপর যথাক্রমে রয়েছে ইসরায়েল (৪৩ জন), মিয়ানমার (৩৫ জন), বেলারুশ (৩১ জন) ও রাশিয়া (৩০ জন)। এ ছাড়া ভারতে আটক রয়েছেন তিনজন সাংবাদিক।
ঢাকা ডিপ্লোমেট ডেস্ক
  18 Jan 2025, 00:08
সিপিজের লোগো ছবি: সিপিজের ওয়েবসাইট থেকে নেওয়া

সারা বিশ্বে ২০২৪ সালের শেষ নাগাদ ৩৬১ জন সাংবাদিক কারাবন্দী ছিলেন। তাঁদের মধ্যে বাংলাদেশের চারজন সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের সাংবাদিকেরা যেন ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই সংবাদ প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে।
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিপিজের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে ১ ডিসেম্বর পর্যন্ত কারাবন্দী সাংবাদিকদের হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে। ১৯৯২ সাল থেকে সারা বিশ্বে কারাবন্দী সাংবাদিকদের তথ্য সংরক্ষণ করছে সংগঠনটি।
প্রতিবেদনে সিপিজের এশিয়া প্রকল্প সমন্বয়ক বেহ লিহ ই বলেন, এটা দুঃখজনক যে ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পরও পূর্ববর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিত চার সাংবাদিককে আটক রাখা হয়েছে। একই সঙ্গে আরও কিছু সাংবাদিককে ফৌজদারি তদন্তের মুখোমুখি করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমন–পীড়ন বন্ধ করতে হবে। পাশাপাশি সাংবাদিকেরা যেন ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই সংবাদ প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে।
সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, ১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে সারা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সাংবাদিককে কারাবন্দী করা হয়েছে। এর আগে ২০২২ সালে সর্বোচ্চ অন্তত ৩৭০ জন সাংবাদিককে কারাবন্দী করা হয়েছিল। ২০২৪ সালে সাংবাদিকদের কারাবন্দী করার দিক দিয়ে শীর্ষে রয়েছে চীন (৫০ জন)। এর পর যথাক্রমে রয়েছে ইসরায়েল (৪৩ জন), মিয়ানমার (৩৫ জন), বেলারুশ (৩১ জন) ও রাশিয়া (৩০ জন)। এ ছাড়া ভারতে আটক রয়েছেন তিনজন সাংবাদিক।
সিপিজের হিসাবে, বিশ্বে সবচেয়ে বেশি ১১১ জন সাংবাদিক কারাবন্দী রয়েছেন এশিয়া মহাদেশে। আনুপাতিক হিসাবে তা ৩০ শতাংশের বেশি। আর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে কারাবন্দী রয়েছেন ১০৮ জন সাংবাদিক। তাঁদের প্রায় অর্ধেকই ইসরায়েলের কারাগারে বন্দী। এর আগে কোনো অভিযোগ ছাড়া দীর্ঘ সময় ইসরায়েলের কারাগারে সাংবাদিকদের বন্দী থাকার ঘটনা তদন্ত, তাঁদের অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং নির্বিচার আটক করা সাংবাদিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল সিপিজে।
কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাটা সবার জন্য একটি সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোডি গিনসবার্গ। তিনি বলেন, তথ্য আদান-প্রদানের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা এবং প্রতিবাদের স্বাধীনতার মতো নানা স্বাধীনতার ওপর আক্রমণ বৃদ্ধির আগে প্রায় সব সময় সাংবাদিকদের ওপর আক্রমণ বৃদ্ধি পায়। রাজনৈতিক দুর্নীতি, পরিবেশের ক্ষতি, আর্থিক অনিয়মসহ প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আনার জন্য এই সাংবাদিকদের গ্রেপ্তার ও সাজা দেওয়া হচ্ছে।

Comments

  • Latest
  • Popular

অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে: প্রধান উপদেষ্টা

পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু

কারাবন্দীদের জন্য ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর কক্ষ চালু করেছে ইতালি

বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত-বাংলাদেশ শীতল সম্পর্ক আন্তসীমান্ত বাণিজ্য ও অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব ফেলছে

আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়  পররাষ্ট্র উপদেষ্টা

অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ মাসে আড়াই হাজার গ্রেপ্তার

সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন

পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

১০
টাইম সাময়িকীর প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক ইউনূস
যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের
দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল
দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল করা হয়েছে। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসন সূত্রে এই তথ্য
আরএসএফের বিবৃতি / বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংস হামলা বাড়ছে, সরকারকে পদক্ষেপ নিতে হবে
বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে উল্লেখ করে তা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি
ওনাব-এর নির্বাহী কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি গঠন
অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটি ভেঙে দিয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'