আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কলেরায় আক্রান্ত হয়ে প্রায় এক মাসে ৩০০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুঝুঁকিতে রয়েছে আরও প্রায় ৩০ হাজার রোগী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু’র বরাত দিয়ে আল জাজিরা জানায়, আগামী ছয় মাসে দেশটিতে এ রোগের প্রকোপ আরও বাড়তে পারে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনে বর্তমানে প্রায় ৭৬ লাখ মানুষ কলেরা ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করছে। এদিকে, কলেরা সংক্রমণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় দেশটির রাজধানী সানাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Comments