আন্তর্জাতিক ডেস্ক: চীন সফরকালে গতকাল রোববার বেইজিং’এ পিয়ানো বাজিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এপি একথা জানিয়েছে।
প্রাচীন সিল্ক রোড পুনর্জ্জীবিত করার লক্ষ্যে এক ট্রিলিয়ন ডলার ব্যয় করে অবকাঠামোর উন্নয়নের পরিকল্পনা নিয়ে চীন সরকার আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড সামিট’-এ অংশ নিতে বেইজিং সফর করেন পুতিন।
সামিটে অংশ নেওয়ার পাশাপাশি সাক্ষাৎ-এর জন্য রোববার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাস ভবনে যান ভাদিমির পুতিন। বৈঠক বা সভায় উপস্থিত হওয়ার ক্ষেত্রে দেরি করার অভ্যাস রয়েছে পুতিনের। তবে, এবার পুতিনের দেরিতো হয়নি, বরং শি জিনপিং-এর জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষার সময়টিই পিয়ানো বাজিয়ে কাজে লাগান পুতিন।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কমপক্ষে দুটি গানের সুর প্রচার করেছে। এর একটি হলো, ‘মস্কো উইন্ডো’ ও অপরটি ‘ সিটি অন দ্যা ফ্রি নেভা’।
২০১০ সালের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সঙ্গীত প্রতিভার পরিচয় দিয়েছিলেন। এসময় একটি জাজ ব্যান্ডের সঙ্গে এক চ্যারেটি কনসার্টের মঞ্চে গান গেয়েছিলেন তিনি।
Comments