পশ্চিমবঙ্গের ভারতীয় আরও ১৪০ মহিষ আমদানি করে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এলো। শুল্কমুক্ত হয়ে মহিষের এ চালানটি ভারত থেকে আমদানি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিয়ানা থেকে ৯টি ট্রাকে ছোট-বড় আরও ১৪০ টি মহিষ বেনাপোল বন্দরে পৌঁছায়। কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্পের জন্য আমদানি করা হয়েছে। দুধ উৎপাদনের জন্য ৫৯টি বড় গাভি, ৫৯টি বাছুর ও ২টি ষাড় প্রজনন আমদানির জন্য আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান নোরায়াল ডেইরি ফার্ম।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব আধিকারীক আজিজ খান বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বিকালে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে এক লাখ ৩৯ হাজার ৫৭২ দশমিক ৮৫ মার্কিন ডলার। এসব মহিষের কোনো আমদানি শুল্ক নেই।
এরআগে চলতি মাসের প্রথম সপ্তাহে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়েই ভারত থেকে ১০৪টি মহিষ আমদানি করে জেন্টিক ইন্টারন্যাশনাল বিডি। সাতটি ট্রাকে মহিষের এ চালান বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, আমদানি করা মহিষ বাগেরহাটের ফকিরহাট মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হয়। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৭ দশমিক ২০ মার্কিন ডলার।
Comments