কূটনৈতিক প্রতিবেদক: চীনের সঙ্গে গড়ে ওঠা উন্নত সম্পর্ককে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে মনোযোগ দিয়েছে সরকার। এজন্য সরকার চীনের সঙ্গে হওয়া চুক্তি, সমঝোতা স্মারক ও অন্যান্য সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে।
গত বছরের অক্টোবরে ঢাকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে আগামী ২৪ মে আন্ত:মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক।
অক্টোবরে ঢাকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে দুই দেশের সম্পর্ককে বাস্তবমুখী ও উন্নয়নমুখী করতে প্রায়ই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সফর ও আলোচনার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত হয় এসময়। শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের আগে ১২ এপ্রিল পররাষ্ট্র সচিবদের ১০তম বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়। এখন ১১তম বৈঠকের দিনক্ষণ ঘোষণা করবে চীন। আশা করা হচ্ছে, খুব শিগগিরই বেইজিং-এ এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শি জিনপিং ও শেখ হাসিনার মধ্যে বৈঠকে চীনের ‘দ্যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’এ যুক্ত হওয়ার বিষয়ে সম্মতি জানায় বাংলাদেশ। শি জিনপিংয়ের ঢাকা সফরের সময়ই এবিষয়ে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়।
ঢাকা মনে করে, চীনের ‘দ্যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’এ যুক্ত হলে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে পারবে বাংলাদেশ। এজন্য, গত ১৪-১৫মে বেইজিং-এ অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড সামিট’এ বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের উপস্থিতি ছিল। উল্লেখ্য, এই সামিটে ভারত যোগ দেয়নি।
Comments