সুদান ফেরত বাংলাদেশিদের অভয় দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চিন্তা করবেন না। দেশকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আপনারা সেখানে সবকিছু হারিয়েছেন। এখন আপনারা প্রত্যেকে খালি হাতে এসেছেন। আপনাদের সাহায্য করতে এবং পাশে থাকার জন্য আমরা এখানে এসেছি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে সবাইকে যথাসাধ্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আইওএম আপনাদের সহায়তা করবে। যেন এ কয়দিন আপনারা চলতে পারেন। আপনাদের অসুবিধা আমরা কিছুটা লাঘবের চেষ্টা করবো।
সোমবার (৮ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান ফেরত বাংলাদেশিদের স্বাগত জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মন্ত্রী। এ সময় ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. শোয়াইব আহমাদ খান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাজ্জাদ হোসেন ভূঞা, আইওএম বাংলাদেশের অফিসার ইনচার্জ নুসরাত ফাতেমা গাজ্জালি।
মন্ত্রী বলেন, ‘সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে কল্যাণ বোর্ড থেকে ২ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদের পুনর্বাসনের জন্য ঋণ দেওয়ার লক্ষ্যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে।’
আগামী ৯ বা ১০ মে সুদান থেকে বাংলাদেশিদের পরবর্তী ব্যাচ দেশে ফেরার কথা রয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা আশ্বস্ত হতে পারেন, অতিসত্বর বাকিদের নিয়ে আসা হবে।’
ইমরান আহমদ বলেন, ‘ফেরত আসা সবাইকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, যাতে আমরা পরবর্তী সময়ে আপনাদের কল্যাণে কাজ করতে পারি।’ এ সময় তিনি জানান, সুদানের পরিস্থিতির উন্নতি হলে কর্মীদের আবার ফেরত পাঠানো হবে।
Comments