আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সফরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রিয়াদে আরব ইসলামিক আমেরিকান-এআইএ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা জানান ট্রাম্প।
পরে, পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিং করে বলেন, বাংলাদেশ সফরে আসার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হ্যা, আমি আসবো’।
এসময়, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও উপ-প্রেসসচিব মো: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কিং আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এআইএ শীর্ষ সম্মেলন শুরুর আগে শুভেচ্ছা বিনিময়ের সময় ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে ট্রাম্প বাংলাদেশ সফরে আসবেন বলে আশা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবে আসেন ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ সম্মেলনে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধকে ‘ ভালো ও মন্দের লড়াই’ হিসেবে অভিহিত করেন। আরব বিশ্বকে এ লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার কথা বলেন ট্রাম্প।
পরে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, তারা দ্বিপক্ষীয় সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।
Comments