রোববার, ১১ মে, ২০২৫
Sunday, 11 May, 2025

দ্বাদশ নির্বাচনের মধ্যদিয়ে জাতীয় পার্টিতে চমক আসছে

শাহীন খন্দকার:
  06 Dec 2023, 13:10
জাতীয় পার্টির লগো..............................ছবি: সংগৃহীত

জনগণের জন্য রাজনীতি না নাকি রাজনীতির জন্য জনগণ, সমীকরণ ক্রমশ জটিল হচ্ছে। রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, সমীকরণে তাদের অবস্থান কোথায়? সমাধানের পথ কতো দূর সেই পথ!

ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য উপাধ্যে উঠে এসেছে রাজনীতির নানা সমীকরণ। ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ণ বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ণ জমা দিয়েছেন। 

বিএনপি’র ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি দল ছেড়ে নির্বাচনে তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ইতিমধ্যে খালেদা জিয়ার উপদেষ্টাদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, এ কে একারামুজ্জামান, নির্বাহী সদস্য শাহ মোহম্মদ আবু জাফর, শাহ শহীদ সাহরোয়ার বগুড়ার চারবারের সংসদ সদস্য, জিয়াউল হক মোল্লাহসহ বিএনপি’র অত্যন্ত ৩০ জন নেতা।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ট্রেন চলছে। প্রতিটি আসনে ৯ জনের অধিক প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় অংশ নিয়েছেন। তাই এই নির্বাচনী ট্রেন কারোর বাধায় কারোর কথায় কোথাও থামবে না। তিনি বলেন, সারা দেশে উৎসব মুখোর নির্বাচনী প্রচার-প্রচারনা তৈরী হয়েছে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের নির্বাচনী আচরণবিধিও মেনে চলতে বললেন। তবে যারা আচরণবিধি লঙ্খন করবে সেই দায়দায়িত্ব তাদের। আওয়ামী লীগ সেই দায়িত্ব নিবে না।

এদিকে আওয়ামী লীগের দলীয় ৪৪২ জন তৃণমুলসহ কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র নির্বাচন করছে আওয়ামী লীগ পার্টি সুত্রে জানা গেছে। তবে ১৬ ডিসেম্বর পর্যন্ত এসব স্বতন্ত্র প্রার্থীদের পর্যবেক্ষন করবে আওয়ামী লীগ। তাই সবাইকে ঢালাওভাবে স্বতন্ত্র নির্বাচনের সুযোগও দিবে না আওয়ামী লীগ। 

অন্যদিকে আওয়ামী লীগ প্রথম থেকেই বলছিলো বিএনপি নির্বাচনে না এলেও তাদের অনেক নেতাই শেষ পর্যন্ত  নির্বাচনী মাঠে আসবেন এবং নির্বাচন করবেন।  সেই ইঙ্গিতটি ইতিমধ্যে বাস্তবে প্রতিফলনও ঘটেছে তফসিল ঘোষণার পর থেকেই। 
আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে আসার ঘোষনা দিয়েছেন এবং তারা মনোনয়ন পত্রও জমা দিয়েছেন। তৃণমুল বিএনপি ও বিএনএন থেকে অনেকেই মনোনয়ন জমা দিয়েছেন। সর্ব শেষ চমক দেখিয়েছেন বিএনপি নেতা শাহ জাহান ওমর। নির্বাচনের ঘোষণা দিয়েছেন,সাবেক সেনাকর্মকর্তা কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহীম, বিএনপিনেতা তৈয়মুর আলম খন্দকার, শমসের মুবিন চৌধুরী। পরে তৃণমুল বিএনপি থেকে ১৫১ জনের মনোনয় ঘোষণা করে দলটি। এদিকে তৈয়মুর আলম খন্দকার বলেছেন, আমাদের কোন দাবি নেই, নির্বাচনকে অংশ গ্রহনমুলক করতে নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করলে।

অন্যদিকে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে পথচলা জাতীয় পার্টির মধ্যেও চলছে নির্বাচনমুখী পথচলা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও রওশন এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির মধ্যে চলছে  নির্বাচনী দ্বন্দ! জাতীয় পার্টি ২০১৪-১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নেয় নিয়েছিলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি ২০১৮ সালের নির্বাচনে  ২২টি আসন ও ২০১৪ সালে ২৯টি আসনে জয়ী হয়েছিলো।

হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পরে দলটির একক ক্ষমতা নিয়ে নেন প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ছোট ভাই জি এম কাদের, বেগম রওশন এরশাদকে দলের প্রধান পৃষ্টপোষক করে তিনি দলের চেয়ারম্যান  ঘোষণা করেন। বর্তমানে দলটির চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব মুজিবুল হক চুন্নু। দলটির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  প্রধান পৃষ্টপোষককে পাশ কাটিয়ে এককভাবে মনোনয়ন দিয়েছে পার্টির চেয়ারম্যান ও মহাসচিব দাবি রওশন এরশাদের।  শুধু তাই নয় রওশন এরশাদের পুত্র সাদ এরশাদের রংপুর ৩ আসনে জিএম কাদের মনোনয়ন জমা দিয়েছেন! শুধু তাই নয় রওশন এরশাদের দাবি জাতীয় পার্টির র্দূরদিনের অনেক নেতাকর্মীকে দল থেকে মনোনয়ন না দেওয়ার কারনে তিনি নির্বাচনে যান নাই বলেও জানিয়েছেন। 

এদিকে দ্বাদশ নির্বাচনে দলটি এককভাবেই নির্বাচন করার ঘোষণা দিলেও আজ দলের নীতিনির্ধারকরা সরকার দলীয় আওয়ামী লীগের সঙ্গে বসছেন। জাতীয় পার্টির একধিক সুত্রে প্রকাশ আজকের বৈঠকটি আসন ছেড়ে দেওয়ার জন্যই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল মঙ্গলবার এক প্রেস মিটিংয়ে গণমাধ্যমের কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেছেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবেন না জোটগতভাবে সেই বিষয়ে বৈঠক হবে আজ বুধবার (৬ ডিসেম্বর) । 

রওশন এরশাদ পহ্নী একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে , জাতীয় পার্টি ভাঙ্গনের মুখে নয়, আরো শক্তিশালী হবে। সামনে চমক আসছে  জাতীয় পার্টিতে সময় বলে দিবে। নাম না প্রকাশের দাবিতে প্রভাবশালী সাবেক মন্ত্রী জাতীয় পার্টির নেতা বলেন, জি এম কাদের সাহেব রওশন এরশাদের অসুস্থ্যতার সুয়োগ নিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন। রওশন এরশাদের সঙ্গে যারা রয়েছেন, তারা দলছুট নেতা নয়!

জাতীয় পার্টি এবং প্রয়াত এরশাদ সাহেবসহ রওশন এরশাদকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন।

রওশন পহ্নী নেতাদের দাবি জিএম কাদের সাহেব বিরোধী দলীয় নেতা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পরিবারকেই ভুলে গিয়েছেন! যে রওশন এরশাদকে জি এম কাদের সাহেব বারবার বলেছেন যখন ছোট ছিলাম তখন ভাবিকে পেয়েছি তিনি আমার এবং পরিবারের মায়ের স্থানে, একাধিকবার মিডিয়াকে বলেছেন। সেই মা রওশন এরশাদকে বাদদিয়ে তিনি বিএনপি থেকে আসা গুটি কয়েক সুবিধাভোগীদের নিয়ে, তিনি জাতীয় পার্টি পরিচালনা করছেন এবং তাদের পরামর্শেই রওশন মাইনাস রাজনীতি করছেন এখন। রওশন পহ্নী নেতারা বলেন, সময়ের অপেক্ষা মাত্র। 

জাতীয় পার্টি প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের আর্দশেই পরিচালিত হবে। সুবিধাভোগী-দলছুটদের নিয়ে জাতীয় পার্টি চলবে না। জাতীয় পার্টি চলবে এরশাদের আর্দশে এবং প্রয়াত নেতার সৈনিকদের নিয়ে।

Comments

  • Latest
  • Popular

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ

গেজেটের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

তীব্র গরমে নাকাল জনজীবন

বিশ্ব মা দিবস আজ

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

ভারতও নিশ্চিত করল, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত

১০
রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ
রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ
গেজেটের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে
পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান
আজ রোববার, বিশ্ব মা দিবস। মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। এমন দিনে
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ দিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'