কূটনৈতিক প্রতিবেদক: বিদেশ সফররত বাংলাদেশি সাংবাদিকদের ওপর সরকারের পক্ষ থেকে কোনো নজরদারি ব্যবস্থা আছে কিনা, তা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ চৌধুরীর জানা নেই। বিদেশে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের কেউ বাধার সম্মুখীন হলে, তা তাঁকে জানাতে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিদেশ সফরে থাকা বাংলাদেশি সাংবাদিকেরা দেশের স্বার্থবিরোধী কোনো তৎপরতায় লিপ্ত আছে কি না তা নজরদারির জন্য বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১২ তম বৈঠকের সুপারিশ অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর এ ধরনের নজরদারি আদেশ প্রত্যাহার করে তাঁদের পেশাগত কাজে সহযোগিতার অনুরোধ জানান একটি জাতীয় দৈনিকের একজন কূটনৈতিক প্রতিবেদক। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটাতো নির্দেশ দেওয়ার কিছু নাই। আমরা বিদেশি সাংবাদিকদের দাওয়াত দিচ্ছি। সবাই সব জায়গায় যাচ্ছে। কোনো বিধিনিষেধ আছে বলে আমার জানা নাই। আপনারাও বিদেশে যাচ্ছেন, কোনো বাধা দেওয়া হচ্ছে না। কাউকে বাধা দেওয়া হলে আমাকে জানাবেন, আমি জানতে চাই।’
আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, সাংবাদিকদের ওপর নজরদারি করার বিষয় নিয়ে কোনো সার্কুলার দেখেননি তিনি। তিনি এটা দেখবেন।
Comments