১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনাকে স্মরণ করে আগামীকাল শনিবার বিশেষ আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি।
সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ‘ অগাস্ট ট্রাজেডিজ: ওল্ড অ্যানিমাস ইন এ নভেল ভিল’ শিরোনামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব ড. শাম্মী আহমেদ।
উপকমিটির চেয়ারম্যান রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। এছাড়া, সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি বক্তব্য দিবেন।
বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার প্রত্যক্ষদর্শী আবদুর রহমান রমা বর্বরোচিত ওই ঘটনার বর্ণনা তুলে ধরবেন সভায়।
এরপর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আগত অতিথিরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শন করবেন । এর আগে বঙ্গবন্ধুর প্রতিক্রতিতে শ্রদ্ধা নিবেদন করবেন তারা।
Comments